বিরাট কোহলি ও রোহিত শর্মার পর পর বিদায়কে কেন্দ্র করে চলতি আইপিএলের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট। আঁচ আরও বাড়ায় ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা।
শ্রেয়স ও গম্ভীর
শেষ আপডেট: 29 May 2025 06:01
দ্য ওয়াল ব্যুরো: জুন মাস থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরে (England Series) জাতীয় দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কেন তাঁকে বাদ দেওয়া হল এই নিয়ে প্রশ্ন রাখা হয় কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সামনে। প্রথমবার। জবাবে মাত্র একটি বাক্যে যা জানালেন, তার দুটো অর্থ হতে পারে।
এক, যা বলার নির্বাচকরা (National Selectors) বলবেন। তিনি নিজে নিমিত্তমাত্র। অর্থাৎ, কোচ ও নির্বাচক আলাদা বস্তু। দল বাছাই নিয়ে তাঁর ‘মত’ নেওয়া হয় বটে। কিন্তু আসল ‘সিদ্ধান্ত’ নেন নির্বাচকরাই! মানে, ঠারেঠোরে প্রধান নির্বাচক অজিত আগারকরের (Ajit Agarkar) সঙ্গে তাঁর দূরত্ব যে বেশ প্রকট, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন গম্ভীর।
দুই, শ্রেয়সকে বাদ দেওয়ার তাঁরও ভূমিকা আছে। কিন্তু তিনি দায় স্বীকারে নারাজ। অর্থাৎ, আপাতত খোলসের আড়ালে লুকোতে চান!
কী বলেছেন গম্ভীর? গতকাল তাঁকে দল বাছাই নিয়ে একগুচ্ছ প্রশ্ন করা হয়। স্বাভাবিকভাবে উঠে আসে শ্রেয়সকে দলে না রাখার সিদ্ধান্তের কথা। জবাবে গৌতম বলেন, ‘আমি নির্বাচক নই।‘
ব্যাস! এই একটি বাক্য। এর অতিরিক্ত একটি শব্দও তিনি খরচ করেননি।
তুলনায় স্পষ্ট জবাব দিয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকর। দল ঘোষণার দিন সাংবাদিক বৈঠকে আগারকর সাফ বলেন, ‘ওয়ান ডে সিরিজে শ্রেয়স ভাল খেলেছে। ঘরোয়া ক্রিকেটেও চমৎকার পারফর্ম করেছে। কিন্তু এই মুহূর্তে ওর জন্য টেস্ট টিমে কোনও জায়গা নেই।‘
বিরাট কোহলি ও রোহিত শর্মার পর পর বিদায়কে কেন্দ্র করে চলতি আইপিএলের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট। আঁচ আরও বাড়ায় ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা। শুভমান গিলকে অধিনায়ক করা, পন্থকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া, জসপ্রীত বুমরাহর স্বেচ্ছায় তিনটি টেস্ট ম্যাচ খেলতে নামার আগাম সিদ্ধান্ত এবং এটা জেনেও মহম্মদ সামির মতো অভিজ্ঞ পেসারকে দলে না রাখা—দল বাছাইয়ের এমন একাধিক সিদ্ধান্তের সমালোচনা করা শুরু হয়।
কিন্তু সবকিছু ছাপিয়ে সামনে চলে আসে শ্রেয়সের জায়গা না পাওয়া। ভারতীয় ক্রিকেট কি এখনও প্রদেশিক খবরদারি থেকে বেরোতে পারল না? পূর্ব ভারতের লবি কতদিন দল নির্বাচনে ছড়ি ঘোরাবে? ‘দক্ষিণী’ শ্রেয়সের দল থেকে বাদ পড়ার জেরে ক্রিকেটীয় ছেঁদো যুক্তি ছাপিয়ে এমনই ‘রাজনৈতিক’ সওয়াল মাথাচাড়া দিয়ে উঠেছে!