Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুর
Ravi Shastri

বিদেশে তোমরা কতটা খেলেছো? অধিনায়কত্বের গুঞ্জনের মধ্যে গিলের সমালোচকদের একহাত নিলেন শাস্ত্রী

“তোমরা সবাই বলবে যে, ও (গিল) বিদেশে রান করেনি। আমি তোমাদের বলি, যাও, নিজেদের রেকর্ড দেখো, বিদেশে তোমরা কতটা করেছো?” 

বিদেশে তোমরা কতটা খেলেছো? অধিনায়কত্বের গুঞ্জনের মধ্যে গিলের সমালোচকদের একহাত নিলেন শাস্ত্রী

শুভমান গিল ও রবি শাস্ত্রী

শেষ আপডেট: 17 May 2025 16:53

দ্য ওয়াল ব্যুরোভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এখন একটাই আলোচ্য বিষয়, টিম ইন্ডিয়ার লাল বলের অধিনায়ক (Test Captain) এবার কে হবেন? কেউ বলছেন দীর্ঘ মেয়াদের কথা ভাবলে শুভমান গিলই (Shubman Gill)  উপযুক্ত ব্যক্তি। আবার অনেকের মতে, বিদেশের বাইশ গজে এখনও সেভাবে সাফল্য নেই এই পাঞ্জাব পুত্তরের। অধিনায়ক করা উচতি জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। বুমবুমের ক্ষেত্রেও প্রশ্ন উঠছে, তিনি কি টানা টেস্ট খেলার ধকল নিতে পারবেন? এর মধ্যে আবার অশ্বিন ভাসিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নাম।

তবে শুভমানের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। টেস্টে শুভমান গিলের দুর্বল বিদেশের রেকর্ড (Foreign Record) নিয়ে আলোচনা এক কথায় বাতিল করে দিয়েছেন তিনি। ভারতের প্রাক্তন প্রধান কোচ বিশ্বাস করেনশুভমান গিল এবং ঋষভ পন্থ (Rishabh Pant) অদূর ভবিষ্যতে টেস্ট দলের অধিনায়কত্বের জন্য প্রধান দুই দাবিদার। তাঁদের বয়স এবং দীর্ঘ কেরিয়ারের সম্ভাবনাকে মূল কারণ হিসাবে উল্লেখ করেছেন তিনি ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার বলেন,তোমরা সবাই বলবে যে, ও (গিল) বিদেশে রান করেনি। আমি তোমাদের বলি, যাও, নিজেদের রেকর্ড দেখো, বিদেশে তোমরা কতটা করেছো?” 

শাস্ত্রী আইসিসি রিভিউ শো-তে বলেনবিদেশে গিলকে খেলতে দাওসময় দাও, তারপর সে রান করবে। সে একজন ক্লাস প্লেয়ার। দেশের জন্য র সামনে এক দশকের ক্রিকেট আছে। আমি নিশ্চিতসে কোনও একটি সফরে দুর্দান্ত খেলবে। আগের ব্যর্থতা সে পুষিয়ে দেবে। সেই সঙ্গে শাস্ত্রী আরও বলেনজসপ্রীত বুমরাহর উপর নেতৃত্বের চাপ দেওয়া উচিত নয়।

শুভমান সম্পর্কে শাস্ত্রী আরও বলেন, কাউকে তৈরি করা প্রয়োজন, আর আমি বলব শুভমানের সম্ভাবনা রয়েছে। ওকে সুযোগ দাওয়া হোক। ওর বয়স ২৫, ২৬ বছর। ঋষভও আছে। আমার মনে হয়, এই দুজনকেই আমি স্পষ্টভাবে দেখছি কারণ ওরা আরও এক দশক খেলবে

ন্থ এবং গিল দুজনেই আইপিএল ২০২৫-এ তাঁদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দিচ্ছেন। পন্থ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন। ওই সিরিজের ফলাফল ছিল ২-২। এদিকে, গিলের অধিনায়কত্বে ভারতগত বছর জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। সেখানে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়া জেতে ৪-১ ব্যবধানে

শাস্ত্রী বলেন. অধিনায়ক হিসাবে দের অভিজ্ঞতা আছে। আইপিএলে নেতৃত্ব দিচ্ছেএটিই পার্থক্য তৈরি করে। শুভমানকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। শান্তধীর-স্থির। ওর মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে

বুমরাহ সম্পর্কে শাস্ত্রী বলেন, দেখুন, অস্ট্রেলিয়া সফরের পরে জসপ্রীতই স্পষ্ট পছন্দ হতেন। কিন্তু আমি চাই না জসপ্রীতকে অধিনায়ক করা হোক। তাহলে ওকে বোলার হিসাবে হারাতে হবে। আমার মনে হয় বুমরাহকে বুদ্ধি করে ব্যবাহার করতে হবে। গুরুতর আঘাতের পর সে সবে ফিরে এসেছে।”


ভিডিও স্টোরি