অজিত ওয়াদেকর ছিলেন প্রথম ভারতীয় অধিনায়ক যাঁর নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল। ১৯৭১ সালে সফরের তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে।
বিরাট কোহলি ও কপিল দেব
শেষ আপডেট: 16 June 2025 11:05
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (Test Series) খেলার জন্য এখন ইংল্যান্ড সফরে (England Tour) রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ২০ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট। রোহিত-বিরাট-অশ্বিনদের ছাড়া এবার ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। এই তিন ক্রিকেটারের অবসরের পর এটাই হতে চলেছে প্রথম কোনও টেস্ট সিরিজ।
রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে ভারতের লাল বলের অধিনায়ক এখন শুভমান গিল। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকে করা হয়েছে গিলের ডেপুটি।
অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট এখন ‘গম্ভীর’ যুগে প্রবেশ করেছে। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর দলে তারুণ্য চাইছেন। তাই রবীন্দ্র জাদেজা ও জশপ্রীত বুমরাহ ছাড়া এই দলে সেরকম অভিজ্ঞ কোনও ক্রিকেটার নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ ভারতের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে।
এদিকে, পরিসংখ্যান বলছে, ২০০৭ সালের পর থেকে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে একবারও টেস্ট সিরিজ জিততে পারেনি। এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে মাত্র ৯টি টেস্ট জিতেছে ভারত। এবার দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় অধিনায়কের (India Captain) নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে।
১. অজিত ওয়াদেকর (Ajit Wadekar)-১৯৭১
অজিত ওয়াদেকর ছিলেন প্রথম ভারতীয় অধিনায়ক যাঁর নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল। ১৯৭১ সালে সফরের তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া টানা তিনটি টেস্ট সিরিজ জিতেছিল। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ৩৯ বছর। ২১তম টেস্ট এসে অবশেষে আসে কাঙ্ক্ষিত জয়।
২. কপিল দেব (Kapil Dev)-১৯৮৬
কপিল দেবের অধিনায়কত্বে ভারতীয ১৯৮৬ সালে ইংল্যান্ডের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। লর্ডসে প্রথম টেস্ট ম্যাচটি টিম ইন্ডিয়া ৫ উইকেটে জিতে নেয়। সেই ম্যাচে কপিল পাঁচ উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
৩. সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay)-২০০২
২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় দলের অধিনায়ক ছিলেন। সেবারের ইংল্যান্ড সফরে ভারত লিডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস এবং ৪৬ রানে পরাজিত করে চার ম্যাচের সিরিজ ১-১-এ সমতা আনে।
৪. রাহুল দ্রাবিড় (Rahul Dravid)-২০০৭
সৌরভের নেতৃত্বে ঐতিহাসিক জয়ের পাঁচ বছর পর, নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট জিতে এবং ১-০ ব্যবধানে সিরিজ পকেটস্থ করে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত।
৫. এমএস ধোনি (MS Dhoni)-২০১৪
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন এমএস ধোনি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো লর্ডসে জয়ের মাধ্যমে সেবার ইংল্যান্ডের গর্ব ভেঙে দিয়েছিল টিম ইন্ডিয়া।
৬. বিরাট কোহলি (Virat Kohli)-২০১৮, ২০২১
ইংল্যান্ডে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বাধিক টেস্ট জয়ের রেকর্ড (৩টি) বিরাট কোহলির দখলে। তিনি ২০১৮ সালে একটি টেস্ট এবং ২০২১ সালে দু’টি টেস্টে ভারতকে জয় এনে দেন।