মুসকিল আসানে এক তরুণ বোলারে আস্থা রাখার নিদান দিয়েছেন জেমস হোপস। জানিয়েছেন, ইংল্যান্ডের জলহাওয়া ও পিচের যা অবস্থা, তাতে অর্শদীপ সিং (Arshdeep Singh) ঘাতক হয়ে উঠতে পারেন।
অর্শদীপ সিং
শেষ আপডেট: 22 May 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: কাল-পরশুর মধ্যে ইংল্যান্ড সফরের (England Series) জন্য দল ঘোষণা। সেই দলের নেতৃত্ব কে দেবেন, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) পিঠোপিঠি অবসরের পর সেই নিয়ে গুঞ্জন, চর্চা চলছেই।
যদিও বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন, টিম ইন্ডিয়ার (Team India) অসুবিধা শুধু অধিনায়ক বাছাই কিংবা ব্যাটিং অর্ডার গোছগাছ করা নিয়ে নয়। দলের বোলিং ইউনিট—বিশেষ করে, পেসারদের ঠিকঠাক কাজে লাগানোও কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আঘাতপ্রবণ। তাঁকে পাঁচ টেস্টে টানা বোলিং করিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঠিক কি না, মহম্মদ সামিকে বিকল্প হিসেবে কাজে লাগানো হলেও তিনিও যেভাবে চোট পাচ্ছেন তাতে করে কোন দুই বা তিন জন সিমারের উপর আস্থা রাখা উচিত—এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
যদিও মুসকিল আসানে এক তরুণ বোলারে আস্থা রাখার নিদান দিয়েছেন জেমস হোপস। প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার। চলতি মরশুমে পাঞ্জাব কিংসের বোলিং কোচ। জানিয়েছেন, ইংল্যান্ডের জলহাওয়া ও পিচের যা অবস্থা, তাতে অর্শদীপ সিং (Arshdeep Singh) ঘাতক হয়ে উঠতে পারেন। সামনের মাসেই ইংল্যান্ডে যাচ্ছে ভারতীয় দল। খেলবে পাঁচটি টেস্ট। এমনিতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ ও তারপর অস্ট্রেলিয়ার ময়দানে বর্ডার-গাভাসকার ট্রফি হেরে আসার পর যথেষ্ট ব্যাকফুটে ভারতীয় দল। সেই সঙ্গে কোচ গৌতম গম্ভীরও।
এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে অর্শদীপ। পাঞ্জাব কিংসের বোলার। ১২ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১৬টি উইকেট। দলের হয়ে ধারাবাহিকতা দেখিয়ে পারফর্ম করে চলেছেন তিনি। যার সৌজন্যে ১১ বছরে প্রথমবারের জন্য প্লে-অফের টিকিট পাকা করেছে পাঞ্জাব বাহিনী।
কোথায় বাকিদের থেকে আলাদা অর্শদীপ? জেমসের হোপসের মতে, ইংল্যান্ডের কন্ডিশনের ভরপুর ফায়দা নিতে পারবেন পাঞ্জাবের বাঁ-হাতি পেসার। বলেছেন, ‘অর্শদীপ দুই দিকেই সমান তালে বল স্যুইং করাতে পারে। প্রয়োজনে রিভার্স সুইংও। ডান হাতের ব্যাটারের বিরুদ্ধে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে বল করেও উইকেট তুলতে সক্ষম অর্শদীপ।‘ বছর চব্বিশের এই পেসার মোট ৬৩ টি-২০ ম্যাচে নেমেছেন। নিয়েছেন ৯৯ উইকেট। ৯টি ওয়ান ডে-তে ঝুলিতে এসেছে ১৪ উইকেট।
অর্শদীপকে খুব কাছ থেকে দেখেছেন হোপস। সেই সূত্রে তাঁর বিশ্লেষণ, ‘ও খুবই স্কিলফুল বোলার, যাকে কোচিং করানো বেশ সহজ। সব সময় খুঁটিনাটি, নতুন বিষয় শিখতে চায়। অনেক সময় দক্ষ খেলয়াড়রা নিজেদের শক্তি নিয়েই সন্তুষ্ট থাকতে চায়, সেটাকে মাজাঘষা নিয়ে আগ্রহ দেখায় না। অর্শদীপ আলাদা। ও সব সময় নিজেকে ছড়িয়ে দিতে আগ্রহী। কৌতূহলী। নতুন, খুঁটিনাটি বিষয় জানতে উৎসুক।‘
এবারের আইপিএলে তিনি কোনও নতুনত্ব আমদানি করেছেন? জবাবে হোপসের ব্যাখ্যা, ‘এবছর যে কায়দায় ও বল স্যুইং করাচ্ছে, সেটা আগের বারের চাইতে অনেকটাই আলাদা। অনেক ব্যাটসম্যান চমকে গিয়েছে। ও এখনও তরুণ। অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। যখন কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাবে অর্শদীপ, আমরা হয়তো সর্বকালের আগ্রাসী, আত্মবিশ্বাসী বোলারের বিষয়ে কথা বলব।‘