চলতি বছরে পাঞ্জাব কিংসের দায়িত্বে রয়েছেন শ্রেয়স। দলকে প্লে-অফের রাস্তায় নিয়ে গেছেন। সফল ব্যাট হাতেও। এই বিষয়কে সামনে টেনে গাভাসকারের সংযোজন, ‘এবার শ্রেয়স যথাযোগ্য সম্মান পাচ্ছে। এখন কিন্তু কেউ রিকি পন্টিংকে কৃতিত্বের ভাগ দিচ্ছে না।‘
সুনীল গাভাসকার ও গৌতম গম্ভীর
শেষ আপডেট: 19 May 2025 09:15
দ্য ওয়াল ব্যুরো: তিনি এখন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) দায়িত্বে ছিলেন। দলকে জিতিয়েছিলেন আইপিএল ট্রফি (IPL 2024)।
এবার সেই সাফল্যের প্রসঙ্গ তুলে ধরলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। কিন্তু কুর্নিশ জানানোর বদলে খোঁচা দিলেন গম্ভীরকে (Gautam Gambhir)। নাম না করে প্রাক্তন কোচকে ঠেস মেরে সুনীল জানালেন, কলকাতার খেতাবজয়ী টিমের গৌরব প্রাপ্য অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। কিন্তু তিনি তা পাননি। তার কারণ, লাইমলাইটের আলো পুরোটা শুষে নেন গৌতম গম্ভীর।
সুনীল বলেছেন, ‘শ্রেয়স গত বছর আইপিএল জেতার ন্যায্য সম্মান পায়নি। সমস্ত সমাদর জানানো হয় অন্য একজনকে। আসলে অধিনায়কই ভাল পারফরম্যান্সের নেপথ্যে বড় ভূমিকা পালন করেন, ডাগ আউটে বসে থাকা অন্য কেউ নন।‘
চলতি বছরে পাঞ্জাব কিংসের দায়িত্বে রয়েছেন শ্রেয়স। দলকে প্লে-অফের রাস্তায় নিয়ে গেছেন। সফল ব্যাট হাতেও। এই বিষয়কে সামনে টেনে গাভাসকারের সংযোজন, ‘এবার শ্রেয়স যথাযোগ্য সম্মান পাচ্ছে। এখন কিন্তু কেউ রিকি পন্টিংকে কৃতিত্বের ভাগ দিচ্ছে না।‘
প্রসঙ্গত, কলকাতাকে আইপিএল জেতালেও মহা নিলামে শ্রেয়সকে ধরে রাখেনি টিম ম্যানেজমেন্ট। কিনে নেয় পাঞ্জাব। সেটাও প্রায় ২৭ কোটি টাকার চড়া দামে। এই বিপুল বিনিয়োগের প্রতিদানও ফিরিয়ে দিয়েছেন শ্রেয়স। চলতি সিজনে ১১ ম্যাচে করেছেন ৪০৫ রান। গড় ৫০.৬৩। অর্ধ-শতরান চারটি। কোচ রিকি পন্টিংয়ের ছত্রচ্ছায়ায় অন্য ভূমিকায় দেখা যাচ্ছে শ্রেয়সকে। যিনি এর আগে দিল্লি ক্যাপিটালসে পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সালে দলকে তুলেছিলেন প্লে-অফে।