Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বজায় থাকবে অস্বস্তি, উত্তরে ভারী বর্ষণের আভাস দিল হাওয়া অফিসমুখ্যমন্ত্রীর ক্ষোভেও টলল না ডিভিসি, বরং আরও বাড়ল জলছাড়া, দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কাভোটমুখী বিহারে ধনী-দরিদ্র নির্বিশেষে সব গ্রাহককে ১২৫ ইউনিট বিদ্যুৎ ফ্রি, ঘোষণা নীতীশেরটিফিন খেতে খেতেই সব শেষ! রাজস্থানের নাবালিকার মৃত্যুর কারণ কি হৃদরোগ, ধন্দে চিকিৎসকরা'ভুল বোঝাবুঝি', সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা স্থগিত করে বলল বাংলাদেশ, তৈরি বিশেষ কমিটিমাত্রা ৭.৩! প্রবল ভূমিকম্প আমেরিকার আলাস্কায়, জারি সুনামি সতর্কতা‘প্যান প্যান প্যান’! জরুরি অবতরণের আগে এই সঙ্কেত দিয়েছিলেন দিল্লি-গোয়া বিমানের পাইলট'আমেরিকা ও তার পোষা কুকুরের ওপর আরও বড় হামলা হবে', ফের হুঁশিয়ারি খামেনেইরIndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়া
Gambhir Returns Home

পারিবারিক কারণে আচমকা দেশে ফিরছেন গম্ভীর, ফের যোগ দেবেন সিরিজ শুরুর আগে, জানালো বোর্ড

বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, পারিবারিক কারণে ইংল্যান্ড ছাড়ছেন গম্ভীর (Gautam Gambhir Returning India)। ফিরবেন আগামী কিছুদিনের মধ্যে।

পারিবারিক কারণে আচমকা দেশে ফিরছেন গম্ভীর, ফের যোগ দেবেন সিরিজ শুরুর আগে, জানালো বোর্ড

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 13 June 2025 10:16

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড লায়ন্সের (England Lions) বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্ট শেষ। আজ ছিল অন্তঃদল প্রতিযোগিতা (Intra-Squad Match)। অর্থাৎ, মূল দলের খেলোয়াড়দের দু’ভাগে ভাগ করে ঝালিয়ে নেওয়া। অথচ রিপোর্ট কার্ড তৈরির আগেই দেশে ফিরতে হল কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, পারিবারিক কারণে ইংল্যান্ড ছাড়ছেন গম্ভীর (Gautam Gambhir Returning India)। ফিরবেন আগামী কিছুদিনের মধ্যে।

উল্লেখ্য, আইপিএল ফাইনালের (IPL Final) আগেই ইংল্যান্ডে (England) আসেন দলের হেডস্যার। উদ্দেশ্য, ভারতীয় এ দলের প্রস্তুতি খুঁটিয়ে দেখা। ইতিমধ্যে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি ম্যাচে ভাল খেলেছেন করুণ নায়ার, অর্শদীপ সিংয়, কে এল রাহুলরা। ২০ জুন প্রথম টেস্ট, হেডিলংলেতে। তার আগে দলের প্রস্তুতি শেষবার ভালভাবে বুঝে নিতে ইনট্রা-স্কোয়াড ম্যাচের আয়োজন করে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইতিমধ্যে পারিবারিক কোনও সমস্যা দেখা দেওয়ায় ঘরে ফিরছেন গম্ভীর।

বোর্ডের তরফে এই খবরের সত্যতা স্বীকারের পাশাপাশি জানানো হয়, সাতদিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন হেডকোচ। তাঁর অবর্তমানে দায়িত্ব সামলাবেন সহকারী রায়ান টেন দুশখতে, বোলিং কোচ মর্নি মর্কেল ও ব্যাটিং কোচ শীতাংশু কোটাক।

এর আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগেও একইভাবে পারিবারিক কারণে দেশে ফিরে আসেন গম্ভীর। এবারও একই বিপত্তি। যদিও ঠিক কী জন্য আসতে হল, এই নিয়ে বিশদে কিছু জানা যায়নি।

২০ জুন লির্ডসের হেডিংলেতে প্রথম টেস্ট। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশ হওয়ার পর অজিদের বিরুদ্ধেও দুরমুশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চাপ বাড়ছিল গম্ভীরের। চ্যাম্পিয়নস ট্রফি জয় মাইলেজ দিয়েছে ঠিকই। কিন্তু এবার ইংল্যান্ডে শোচনীয় পরাজয় হলে পেন্ডুলাম ফের উল্টোদিকে ঘুরতে পারে।

বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি দলকে নিশ্চিতভাবে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে চলেছে। গুরু গম্ভীরের তরুণ ছাত্রেরা তার জন্য কতটা প্রস্তুত, জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যে।


ভিডিও স্টোরি