গিল যদি অধিনায়কও হন, তবুও দলে বুমরাহর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে। বুমরাহের নিজের শক্তিতে যেকোনও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে এবং দলে তাঁর স্থান নিশ্চিত।
গিল, গম্ভীর ও বুমরাহ
শেষ আপডেট: 16 May 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma Retirement) টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের পর লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India) নতুন অধিনায়ক (New Captain) কে হবেন তা নিয়ে চায়ের কাপে তুফান উঠছে। শুভমান গিল (Shubman Gill) এই দৌড়ে এগিয়ে থাকলেও সুনীল গাভাসকার, সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তনরা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অধিনায়ক হিসাবে নিযুক্ত করার দাবি তুলেছেন। এদিকে রবিচন্দ্রন অশ্বিন আবার নিজের পছন্দের নাম হিসাবে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নাম উল্লেখ করেছেন। তাঁর মতে জাদেজার অধীনে গিলকে দুই বছর সহ-অধিনায়ক রেখে তাঁকে তৈরি করা হোক।
তবে সমস্ত কিছুই এখনও জল্পনার স্তরে রয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট। গিল যদি অধিনায়কও হন, তবুও দলে বুমরাহর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে। বুমরাহের নিজের শক্তিতে যেকোনও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে এবং দলে তাঁর স্থান নিশ্চিত।
এদিকে, গুজব ছিল যে, ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহলের একাংশ গিলকে এখনই অধিনায়ক পদে দেখেতে চাইছেন না। তাই শুভমান গিলই যে অধিনায়ক হচ্ছেন এটা বলার সময় এখনও আসেনি। তাই অধিনায়কের পদে বুমরাহর নাম এখনও তীব্র ভাবেই ভেসে রয়েছে। এরই মধ্যে জানা গিয়েছে, কিছুদিন আগে দিল্লিতে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে গিলের দীর্ঘ বৈঠকও হয়েছে।
এদিকে সামনেই ইংল্যান্ড সফর। রোহিত শর্মা, বিরাট কোহলির লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর নির্বাচকদের কাছে দল নির্বাচন হয়ে উঠতে চলেছে কঠিন পরীক্ষা। পাশাপাশি টেস্টের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার জুতোয় এবার কে পা গলাবেন, তা নিয়েও চলছে জোর বিশ্লেষণ।
বুমরাহ হয়তো অধিনায়ক হিসাবে অটোমেটিক চয়েজ হতেন, কিন্তু তাঁর ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ডে তিনি পাঁচটি টেস্ট খেলতে পারবেন কি না। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে নেতৃত্ব দেওয়ার মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ফাস্টবোলার। চোটের জন্য মাঝেমধ্যেই বিরতি নিতে হয়েছে তাঁকে। তাই তাঁকে অধিনায়ক করা হলে সমস্যা বাড়তে পারে।
অধিনায়ক হিসাবে লোকেশ রাহুল বা ঋষভ পন্থের নাম ভেসে এলেও শুভমান গিলের পক্ষে যাচ্ছে ধারাবাহিকতা ও বয়স। গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে তাঁর অধিনায়কত্বও সবার নজর কেড়ে নিয়েছে। এই সব কারণেই গিলের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে।
কিন্তু ২৫ বছর বয়সি গিল এখনই নেতৃত্ব দিতে প্রস্তুত কি না সেই প্রশ্নও উঠেছে ক্রিকেটমহলে। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে। ভারতীয় ক্রিকেটের প্রভাবশালীদের অনেকেও সেটাই মনে করেন। তাই গিলের নেতৃত্ব পাওয়াটা খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই প্রভাবশালীদের মতামতকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না বলেই শোনা যাচ্ছে।
এদিকে বুমরাহ এখন ৩১ বছর বয়সি। পাশাপাশি তিনি চোটপ্রবণ। তাঁর পক্ষে ভারতীয় দলের স্থায়ী অধিনায়কত্ব একটি দূরের স্বপ্নের মতো মনে হতে পারে। পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে, টানা পাঁচটি টেস্ট খেলা তাঁর পক্ষে কঠিন হবে। এমন খবরও আছে যে, বুমরাহ নিজেই স্বীকার করেছেন, তাঁর পক্ষে পাঁচটি টেস্টেই খেলা সম্ভব নয়। অতএব, এমন একজন অধিনায়ক থাকা উচিত যিনি টানা পাঁচটি ম্যাচের জন্য অধিনায়ক থাকবেন।