Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!একজন চাকরি ছাড়তেন, অন্যজন শুরু করেছিলেন! অভিশপ্ত বিমানের দুই পাইলটের গল্প ভিন্ন, শেষ এক...
ICC

সিঙ্গাপুরে আইসিসি-র বার্ষিক সম্মেলনে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে হতে পারে আলোচনা

১৭-২০ জুলাই সিঙ্গাপুরে (Singapore) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বার্ষিক সম্মেলন (Annual Conference)। জানা গিয়েছে, সেখানে আইসিসির প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সিঙ্গাপুরে আইসিসি-র বার্ষিক সম্মেলনে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে হতে পারে আলোচনা

আইসিসি সভাপতি জয় শাহ

শেষ আপডেট: 22 May 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। যা নিয়ে উদ্বিগ্ন আইসিসি (ICC)। ১৭-২০ জুলাই সিঙ্গাপুরে (Singapore) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বার্ষিক সম্মেলন (Annual Conference)। জানা গিয়েছে, সেখানে আইসিসির প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বহু দিন ধরেই এই দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে সিরিজ খেলে না। দুই দেশ কেবল বহুদলীয় টুর্নামেন্টেই একে অপরের বিপক্ষে খেলে। কিন্তু সাম্প্রতিক সামরিক সংঘাতের ফলে আইসিসি টুর্নামেন্টে তাদের মুখোমুখি হওয়ার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

এদিকে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় (India and Sri Lanka) হবে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক আবহে সেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) একটি সূত্র জানিয়েছেবার্ষিক সম্মেলনে এই বিষয়টি অবশ্যই আলোচনার জন্য আসবে। যদিও ভারত ও পাকিস্তান আইসিসি নকআউটে একে অপরের মুখোমুখি হবে না, এমন সম্ভাবনা কম, তবুও আইসিসি প্রতিযোগিতায় তাদের একই গ্রুপে না রাখা একটি সাধারণ অভ্যাস এবং এটি সম্ভবত ভবিষ্যতেও দেখা যাবে

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ভারত শেষবার ২০০৮ সালে এশিয়া কাপের সময় পাকিস্তান সফর করেছিল। তবে, পাকিস্তান ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতে এসেছিল। দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজটি ২০১২-১৩ সালে অনুষ্ঠিত হয়। তারপর থেকে ভারত ও পাকিস্তান কেবল আইসিসি বা এশিয়া ক্রিকেট কাউন্সিলের (ACC) টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে খেলেছে।

এই বছর, ভারত চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তান যেতে অস্বীকৃতি জানিয়েছিল। এর পরে, ভারতের ম্যাচগুলি দুবাইয়ে অনুষ্ঠিত হয়। আইসিসি সম্মত হয়েছিল যে, ২০২৭ সাল পর্যন্ত উভয় দেশ কেবল একটি নিরপেক্ষ ভেন্যুতে আইসিসি বা এসিসি টুর্নামেন্টের ম্যাচ খেলবে এবং একে অপরের দেশে সফর করবে না। এ বছর এশিয়া কাপও অনুষ্ঠিত হওয়ার কথা। পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক।


ভিডিও স্টোরি