Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
England vs India Second Test

ইংল্যান্ডের আকাশে জ্বলছে দীপ, শুভমানের গড়া মঞ্চে ভারতের জিততে চাই সাত উইকেট

 দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক। একাধিক রেকর্ড গড়ে দ্বিতীয় ইনিংসে ফের শতরান করলেন তিনি। মারকাটারি ব্যাটিং করে ১৬২ বলে ১৬১ রান করেন তিনি।

ইংল্যান্ডের আকাশে জ্বলছে দীপ, শুভমানের গড়া মঞ্চে ভারতের জিততে চাই সাত উইকেট

রানের স্ফুলিঙ্গ ছুটছে শুভমন গিলের ব্যাটে।

শেষ আপডেট: 5 July 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল টিম ইন্ডিয়া। লিডসের সেই ম্যাচে ভারতের বোলিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। জসপ্রীত বুমরাহ ছাড়া আর কেউ নিজেকে প্রমাণ করতে পারেননি। প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, ইংল্যান্ডের আবহাওয়ায় কার্যকর হয়ে উঠতে পারেন বাংলার পেসার আকাশ দীপ। 

দ্বিতীয় টেস্টে সেটাই হল। অধিনায়ক শুভমান গিলের গড়া মঞ্চে নায়ক হয়ে উঠে ভারতকে জয়ের খোঁজ দিলেন আকাশ। চতুর্থ দিন শেষে অ্যাডভান্টেজ ভারত, এটা বলা যেতেই পারে।

রানের স্ফুলিঙ্গ ছুটছে শুভমন গিলের ব্যাটে। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক। একাধিক রেকর্ড গড়ে দ্বিতীয় ইনিংসে ফের শতরান করলেন তিনি। মারকাটারি ব্যাটিং করে ১৬২ বলে ১৬১ রান করেন তিনি।

শনিবার সকালে অর্ধশতরান করেন রাহুল। ৫৫ রান করে আউট হন এই ওপেনার। এরপর ম্যাচের হাল ধরেন গিল ও ঋষভ পন্থ। একই টেস্টে ডাবল হান্ড্রেড ও হান্ড্রেড করেছেন অনেকেই। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার ডুগ ওয়াল্টার্স, সুনীল গাভাসকর, লরেন্স রো, গ্রেগ চ্যাপেল, গ্রাহাম গুচ, ব্রায়ান লারা, কুমার সঙ্গকারা, মারনাস লাবুশেনের মতো তারকারা। সেই তালিকায় নবতম সংযোজন ভারত অধিনায়ক শুভমন গিল। 

অধিনায়ক গিলকে চমৎকার সঙ্গ দিলেন সহ-অধিনায়ক পন্থ। আক্রমণাত্মক মেজাজে ৫৮ বলে ৬৫ রান করেন তিনি। পন্থ আউট হয়ে যাওয়ার পরে গিলকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। ফের বড়ো রানের জুটি গড়েন তাঁরা। শুভমন আউট হওয়ার কিছুক্ষণ পরই ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। তবে জাদেজাকে আউট করে সাজঘরে পাঠাতে পারেননি ইংরেজ বোলাররা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান জাড্ডু। ৬ উইকেটে ৪২৭ রানের বিশাল স্কোর খাড়া করে ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া।

জবাবে বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত করেছে ভারত। ইংল্যান্ডের ব্যাটিংয়ে প্রথম আঘাতটি হানেন সিরাজ। ক্রলি ফেরান তিনি। এরপর আকাশের বোল্ড করেন ডাকেট ও রুটকে। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে ইংল্যান্ড।

শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৫৩৬। আর ভারতের লাগবে সাতটি উইকেট। ফলে পাল্লা যে টিম ইন্ডিয়ার দিকে অনেকটাই ভারী, তা বলাই যায়।

তবে ভারতের সাফল্যের দিনে একটা প্রশ্ন উঠতেই পারে, কেন নিতীশকুমার রেড্ডি? ব্যাটে বলে চরম ব্যর্থ তিনি। কুলদীপ যাদব কেন নয়?


ভিডিও স্টোরি