Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
England vs India Second Test

ইংল্যান্ডের আকাশে জ্বলল দীপ, টেস্ট জিতে সমতায় ভারত

আকাশ দীপ, সিরাজ দেখিয়ে দিলেন। ইতিহাস রচনা করে এজবাস্টনে জিতল ভারত। যা টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন পর্যন্ত অধরা ছিল। 

ইংল্যান্ডের আকাশে জ্বলল দীপ, টেস্ট জিতে সমতায় ভারত

শেষ আপডেট: 6 July 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: "আমি যেটা করি সেটা দেশের ভালোর জন্যই করি। সেখানে কোন স্বার্থ নেই, আমার নিজের চাওয়া-পাওয়া কিছু নেই।" এটা এখন বলতেই পারেন টিম ইন্ডিয়ার চাণক্য গৌতম গম্ভীর।

জসপ্রীত বুমরাহ নেই। Workload management এর কথা ভেবে ইচ্ছে করেই তাকে দলের বাইরে রেখেছেন ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর। তার মনে হয়তো একটা সুপ্ত বাসনাও ছিল, "বাকিরা কি করে একটু দেখা যাক না।"

বাকিরা করলেন, আকাশ দীপ, সিরাজ দেখিয়ে দিলেন। ইতিহাস রচনা করে এজবাস্টনে জিতল ভারত। যা টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন পর্যন্ত অধরা ছিল। 

ইংল্যান্ড এদিন যখন ৭২ রানে সাত উইকেট  হাতে নিয়ে ব্যাট করতে নামে, ততক্ষণে বৃষ্টি প্রায় এক ঘন্টা ৪০ মিনিটের মতো খেলা নষ্ট করে দিয়েছে।  কিন্তু কথায় আছে না, সাহসীদের আটকানো যায় না। 

খেলা শুরু হওয়ার মিনিট ২৫-এর মধ্যেই বঙ্গ পেশার আকাশ দীপের জোড়া আঘাত! অসাধারণ এক বলে ওলি পোপকে বোল্ড করার পর দারুণ ইনসুইঙ্গারে এলবিডব্লুর ফাঁদে ফেললেন হ্যারি ব্রুককে। ইংল্যান্ড তখন ২১.৩ ওভারে ৮৩/৫। সেখান থেকে অধিনায়ক স্টোকস আর তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমি স্মিথের ৭০ রানের জুটি, ভালই লড়ছিলেন।

কিন্তু মধ্যাহ্নভোজের ঠিক আগে স্টোকস আউট হতেই ইংল্যান্ড যেন গুটিয়ে গেল। বজবল তখন কোথায়? বিরতির পর ক্রিস ওকসকে ফিরিয়ে জেমি স্মিথের সঙ্গে তাঁর ৪৬ রানের জুটিটা ভাঙলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর আকাশ দীপের পঞ্চম শিকার হয়ে ফিরলেন স্মিথও। এরপর ইংল্যান্ডের ইনিংসটা আর কতক্ষণ টেকে, হারের ব্যবধান কত কমে শুধু সেটাই দেখার বাকি ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড হেরেছে ৩৩৬ রানে।


ভিডিও স্টোরি