সূর্যবংশী পরীক্ষায় ফেল করেছে এবং বিসিসিআই মূল্যায়ন ত্রুটির অভিযোগের কারণে তার উত্তরপত্রের "ডিআরএস-স্টাইল" পর্যালোচনার জন্য হাস্যকর অনুরোধ করেছে। কিন্তু বাস্তবটা হল, পুরো দাবিটি ছিল একটি রসিকতা।
বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 15 May 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক কালে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে, তা সম্ভবত বিশ্বের কোনও তরুণ বা কিশোর ক্রিকেটারকে নিয়ে কখনও হয়নি। নেটদুনিয়াও বিহারের এই কিশোরকে নিয়ে উত্তাল। আইপিএলে (IPL) আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছেন বিহারের ১৪ বছরের (14 Years) এই কিশোর।
তবে বৈভবের প্রতিভা নিয়ে যতটা আলোচনা হয়েছে, ততটাই আলোচনা হয়েছে তার বয়স (Age) নিয়ে। অনেকেই দাবি করেছেন, মোটেও ১৪ বছর বয়স নয় বৈভবের, তার বয়স ১৬ বছর। এমনকি ভারতের অলিম্পিক্স পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংও নাম না করে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে উঠেছ বৈভবের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নিয়েও প্রশ্ন।
সম্প্রতি প্রকাশিত হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। আর এরপরই বৈভবের শিক্ষা নিয়ে একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে।
নেট দুনিয়ায় (Social Media) এক অদ্ভুত দাবি ছড়িয়ে পড়েছে। ১৪ বছর বয়সি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সেনসেশন বৈভব সূর্যবংশী দশম শ্রেণির পরীক্ষায় (Class Ten Exam) ফেল (Fail) করেছে। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় ও ভক্তদের বিভ্রান্ত করে তোলে। প্রশ্ন ওঠে আইপিএলের কিশোর নায়ক কি শিক্ষাক্ষেত্রে সমস্যায় পড়েছে?
ব্যাপকভাবে শেয়ার করা একটি ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে, সূর্যবংশী পরীক্ষায় ফেল করেছে এবং বিসিসিআই (BCCI) মূল্যায়ন ত্রুটির অভিযোগের কারণে তার উত্তরপত্রের "ডিআরএস-স্টাইল" (DRS) পর্যালোচনার জন্য হাস্যকর অনুরোধ (Ridiculous request for review) করেছে। কিন্তু বাস্তবটা হল, পুরো দাবিটি ছিল একটি রসিকতা (Fun)।
বাস্তবে, বৈভব সূর্যবংশী এখনও দশম শ্রেণিতে ওঠেনি। খবর অনুযায়ী, সে বর্তমানে নবম শ্রেণির ছাত্র। তাই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ফেল করার বা পাশ করার প্রশ্নই ওঠে না।
বৈভব তার আইপিএল কেরিয়ার শুরু করেছিল প্রথম বলেই ছক্কা মেরে। এরপর নিজের আইপিএলের তৃতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নেয়। আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম এবং একজন ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন বৈভবের দখলে।
এই মরশুমে পাঁচ ম্যাচে এই তরুণ প্রতিভা ২০৯.৪৫-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন। হাঁকিয়েছেন ১৬টি ছক্কা এবং ১০টি চার। তবে, তার দল রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে।