ম্যাকগার্কের বদলি হিসাবে অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার ৬ কোটি টাকা মূল্যে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন।
মুস্তাফিজুর রহমান
শেষ আপডেট: 14 May 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ (IPL 2025) সাত দিনের জন্য স্থগিত ঘোষণার পর দেশে ফিরে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। এর পরে জানা গিয়েছিল এই অজি ব্যাটার (Australian Batter) আর আইপিএলের বাকি ম্যাচের জন্য ভারতে আসবেন না। তারপর থেকেই তাঁর পরিবর্ত (Replacement) হিসাবে কোনও বিদেশি ক্রিকেটারের সন্ধানে ছিল দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।
বুধবার দিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাকগার্গের পরিবর্ত খুঁজে পেয়েছে তারা। নতুন যে বিদেশি ডিসি শিবিরে আসছেন, তিনি অবশ্য ব্যাটার নন, তিনি একজন ফাস্ট বোলার। আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচের জন্য জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসাবে অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশের এই বাঁ-হাতি (Bangladesh Left Handed Pacer) পেসার ৬ কোটি টাকা মূল্যে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএলে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে ডিসি নিলেও তিনি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। তিনি ছয়টি ম্যাচ খেলে ৯.১৭ গড়ে মাত্র ৫৫ রান করেন। আইপিএল চলাকালীন তাঁর টেকনিকেও ত্রুটি ধরা পড়েছে। বিশেষ করে ফাস্ট বোলারদের বিরুদ্ধে তিনি মোটেও সাবলীলতা দেখাতে পারেননি। বেশির ভাগ ক্ষেত্রেই তিনি ফাস্ট বোলারদের শিকার হয়েছেন।
দিল্লি ক্যাপিটালস ফ্রেজার-ম্যাকগার্কের জন্য আরটিএম ব্যবহার করেছিল। কারণ আগের মরশুমে ২৩৪.০৪-এর দুরন্ত স্ট্রাইক রেটে এই অজি ব্যাটার ৩৩০ রান করেছিলেন। কিন্তু এবার তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ।
মুস্তাফিজুরের আইপিএল কেরিয়ার এবং পরিসংখ্যান
বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান পরিচিত তাঁর ব্যতিক্রমী ডেথ-বোলিং দক্ষতার জন্য। মুস্তাফিজ ৫৭টি আইপিএল ম্যাচ খেলে ২১.২৮ স্ট্রাইক রেটে ৬১টি উইকেট নিয়েছেন। অভিজ্ঞ বাঁ-হাতি এই স্পিডস্টার সাত মরশুমে পাঁচটি আইপিএল দল- সিএসকে, আরআর, এমআই, ডিসি এবং এসআরএইচ-এর প্রতিনিধিত্ব করেছেন।
এদিকে, এবারের শুরুটা দুরন্ত করলেও ধারাবাহিকতার অভাবে ডিসি ক্রমশ পিছিয়েছে। প্রথম ছয়টি ম্যাচের পাঁচটিতেই জিতেছিল দিল্লি। তবে এর পরই তাদের পতন শুরু হয়। অবশ্য ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে তারা। এবার দিল্লি ডেথ ওভারে এসে বোলিং সমস্যায় ভুগছে। মিচেল স্টার্ক প্রথম দিকে ডেথ ওভারে দারুণ বল করেছিলেন। কিন্তু পরবর্তীতে ছন্দ হারিয়েছেন। এবার মুস্তাফিজ আসায় সেই সমস্যা মেটে কি না সেটাই দেখার।