কোচ শিবশঙ্কর পল বলেছেন, "আমরা একটি ভাল মরশুমের জন্য অপেক্ষা করছি। আমি আশা করছি ছেলেরা চাপের মধ্যেও দৃঢ় থেকে তাদের স্বাভাবিক খেলার উপর মনোযোগ দেবে।"
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স
শেষ আপডেট: 13 June 2025 07:41
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ ২০২৫-এ (Bengal Pro T-20 League 2025) অভিযান শুরু করেছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)। কিন্তু প্রথম ম্যাচেই তাদের হারতে হয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের কাছে।
এদিনের ম্যাচে রান পাননি কলকাতা টাইগার্সের অধিনায়ক অভিষেক পোড়েল। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে মেদিনীপুর ছয় উইকেট হারিয়ে তুলেছিল ১৪৩ রান। জবাবে অভিষেকরা আট উইকেট হারিয়ে তোলে ৮৬ রান।
তবে এবার প্রচুর আশা নিয়ে দল গড়েছে কলকাতা। এই দলে অভিষেক ছাড়াও রয়েছেন করণ লাল, সায়ান ঘোষ, ঋতম পোড়েল, মহম্মদ কাইফের মতো ক্রিকেটাররা। এই দলের প্রধান কোচ প্রাক্তন জাতীয় ক্রিকেটার শিবশঙ্কর পাল। তাঁর কোচিং অভিজ্ঞতাও প্রচুর। বাংলা দলের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত তিনি।
বৃহস্পতিবারের ম্যাচ শুরুর আগে ইডেন গার্ডেনে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি চলতি মরশুমের জন্য তাঁদের কৌশল, দলের গতিশীলতা এবং ভবিষ্যৎ পথ সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লাক্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহ-মালিক মিঃ সাকেত টোডি এবং শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহ-মালিক সর্বেশ বেরিওয়ালা।
দলের অধিনায়ক অভিষেক পোড়েল বলেছেন, "এই মরশুমের প্রতিটি ম্যাচ থেকেই আমরা শিখতে চাইছি। প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে আমরা আরও শক্তিশালী হব। আমরা সমর্থকদের কাছ থেকে ভাল সমর্থন আশা করছি। আমাদের লক্ষ্য হল গতি বজায় রাখা, একে অপরকে সমর্থন করা এবং স্পষ্টতা ও আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা।"
দলের প্রধান কোচ শিবশঙ্কর পল বলেছেন, "আমরা একটি ভাল মরশুমের জন্য অপেক্ষা করছি। আমি আশা করছি ছেলেরা চাপের মধ্যেও দৃঢ় থেকে তাদের স্বাভাবিক খেলার উপর মনোযোগ দেবে। আমরা কয়েকটি ক্ষেত্র পরিমার্জন করার এবং খেলোয়াড়দের প্রতিটি ম্যাচের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখার জন্য কাজ করছি।"
সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে লাক্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহ-মালিক সাকেত টোডি বলেন, "বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ দেশীয় প্রতিভা প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসাবে প্রমাণিত হচ্ছে। আমরা এমন একটি দলকে সমর্থন করতে পেরে গর্বিত, যারা বাংলার লড়াইয়ের চেতনাকে মূর্ত করে তোলে। আমরা বিশ্বাস করি আমাদের কোচের অধীনে এই বছরের সংস্করণের জন্য আমরা সাফল্য অর্জন করব। এই প্ল্যাটফর্ম প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের একটি বড় মঞ্চে জ্বলে ওঠার সুযোগ দেয়। আমরা এই যাত্রাকে একের পর এক মরশুম ধরে লালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।"