Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যালাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডিদ্রুত ঘুরবে পৃথিবী! আগামী কয়েকদিনে কমবে দিনের দৈর্ঘ্য, বুঝতে পারবেন আপনিওচিকিৎসক নিগ্রহে কাঞ্চনের শাস্তির দাবি শান্তনুর, কুণাল বললেন, 'ধৈর্য ধরা উচিত ছিল'পরীক্ষায় বসতে পারবেন না 'দাগি'রা, রাজ্য-এসএসসির আবেদন খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চেওসদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ১২ ঘণ্টা পর কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশুকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নর
Bangladeshi Cricketers Namaz

জুম্মার নমাজই 'অদা' করতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা! কারণটা জানেন?

বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে।

জুম্মার নমাজই 'অদা' করতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা! কারণটা জানেন?

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 5 October 2024 08:04

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজ আপাতত অতীত। এবার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ গোয়ালিয়রে আয়োজন করা হবে। তবে এই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট স্টাফেরা শুক্রবার নমাজের জন্য মসজিদেই যেতে পারবেন না। নিরাপত্তার কারণে তাঁদের এই সূচি বাতিল করা হয়েছে। শেষপর্যন্ত হোটেলের রুমেই তাঁদের নমাজ পড়তে হয়।

কী হয়েছে ঘটনাটি?

প্রথম টি-২০ ম্য়াচের আগে বাংলাদেশের ক্রিকেটাররা জানিয়েছিলেন যে তাঁরা জুম্মাবারের নমাজ পাঠ করার জন্য স্থানীয় মসজিদে যেতে চান। সেকারণে দুপুর দেড়টা নাগাদ ফুলবাগে অবস্থিত মোতি মসজিদে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু, একেবারে শেষমুহূর্তে নিরাপত্তার কারণে এই সূচি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, শহরের এক মৌলবিকে হোটেলে নিয়ে আসা হয়। সেখানেই বাংলাদেশের ক্রিকেটাররা নমাজ 'অদা' করেন।

নিরাপত্তার কড়া বেষ্টনীতে অনুশীলন বাংলাদেশ ক্রিকেট দলের

বাংলাদেশ ক্রিকেট দলকে সিটি সেন্টারের ব়্যাডিসন হোটেলে রাখা হয়েছে। এই হোটেলে বাইরের কাউকে ঢুকতে কিংবা বেরোতে দেওয়া হচ্ছে না। হোটেলের কর্মচারীদেরও স্পেশাল পাস দেওয়া হয়েছে। অনুশীলন করার জন্যও বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে।

কী কারণে ঝামেলা?

সম্প্রতি, বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় হাজার হাজার হিন্দু নাগরিকদের উপর অত্যাচার করা হয়েছিল। ভেঙে ফেলা হয় একাধিক হিন্দু মন্দির। সেই বিক্ষোভের আঁচ ভারতে এসেও পড়েছে। সেকারণে গোয়ালিয়রে হিন্দু পরিষদের একটি শাখা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। আর তাই বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এই ম্যাচের জন্য স্টেডিয়ামে ৪,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

টি-২০ সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড :

সূর্যকুমার যাদব, অভিষেক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ময়াঙ্ক যাদব।

টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হুসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকির আলি, মেহদি হাসান মিরাজ, রিশাদ হুসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।


ভিডিও স্টোরি