২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই টেস্টের দুই ইনিংসে শতরান করে রেকর্ড গড়েছিলেন কোহলি।
শুভমন গিল।
শেষ আপডেট: 20 June 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: শুধু জোড়া শতরান নয়, জোড়া রেকর্ডও (India's double hundreds at Leeds, double records)। শুক্রবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে নেমে লিডসের মাঠ থেকে এভাবেই নিজেদের নাম ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করলেন তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।
চার নম্বরে খেলতে নামেন অধিনায়ক শুভমন। ক্রিজে তখন রয়েছেন যশস্বী। শুভমনের সঙ্গে জুটি বেঁধে লিডসে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ১৬টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়ে ১৪৪ বলে ১০০ রান করে ইতিহাসে নিজের নাম লিখে ফেলেন যশস্বী। কে জানতো তখনও ইতিহাস অপেক্ষা করে আছে!
কিছু পরেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হয়ে ফিরে যান যশস্বী। তবে খেলার ছন্দপতন ঘটতে দেননি শুভমন। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৪০ বলে শতরান ছুঁয়ে ফেলেন ভারতীয় অধিনায়ক। সেই সূত্রে শুভমনও স্পর্শ করলেন একাধিক রেকর্ড।
অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ইংল্যান্ডের দুটি ইনিংসে শতরান করে ছুঁলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ডও। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই টেস্টের দুই ইনিংসে শতরান করে রেকর্ড গড়েছিলেন কোহলি।
এর আগে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে শতরান করার নজির মাত্র ক'জনের রয়েছে। কোহলি ছাড়াও এই তালিকায় এতদিন ছিলেন আছেন অ্যালিস্টার কুক, গ্রেগ চ্যাপেল, কেভিন পিটারসেন, সুনীল গাভাসকর, দীলিপ ভেঙ্গসরকর এবং বিজয় হাজারে। এবার তাতে যুক্ত হল শুভমন গিলের নামও। অন্যদিকে লিডসে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে রেকর্ড ছুঁলেন যশস্বীও।