প্রথম দিন প্রত্যেক ছাত্রের মতো বিরাট কোহলিকেও প্যাড পরতে এবং কয়েকটি বল মোকাবেলা করতে বলা হয়েছিল। এরপর চলতে লাগল একের পর এক গুলি। আর বিরাট সবকটিই বেশ ভালভাবে সামলাল।
বিরাট কোহলি ও অতুল ওয়াসন
শেষ আপডেট: 13 May 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: প্রায় একই সময় লাল বলের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma and Virat Kohli)। প্রথমে অবসর (Retirement) নিয়ে ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন হিটম্যান রোহিত। এরপর বিরাট জানান, জাতীয় দলের জার্সিতে তিনিও আর টেস্ট খেলবেন না। কিং কোহলির এই ঘোষণার পর গোটা বিশ্বের বাইশ গজের নজরে এখন ভারতের প্রাক্তন এই অধিনায়ক। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা বিরাটকে নিয়ে তাঁদের আবেগ প্রকাশ করে চলেছেন।
শুধু অবশ্য ক্রিকেট বিশ্বই নয়, সাধারণ মানুষ থেকে বিরাটের পরিবার-পরিজনরাও কমেন্ট করে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছেন। যেখানে উঠে আসছে টেস্ট ক্রিকেটের ৩০টি শতকের মালিকের নানা অজানা কথা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান (Atul Wassan) জানালেন বিরাটের জীবনের অজানা তথ্য (Unknown information)। জানালেন কীভাবে একটি মজার মুহূর্ত (Funny Moments) বিরাট কোহলিকে ক্রিকেট কিংবদন্তি করে তুলেছিল।
১২ মে কোহলি টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন। তিনি ১২৩টি টেস্টে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতকের সাহায্যে ৯২৩০ রান করেছেন।
অতুল ওয়াসন টাইমস অব ইন্ডিয়া ডটকমকে বলেন, তিনি যখন প্রথম বিরাটকে দেখেন, তখন তাঁর বয়স মাত্র ১২ বছর। ভারতের হয়ে ৪টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলা ওয়াসন বলেন, বিরাট মাত্র ১২ বছর বয়সে দিল্লির পশ্চিম বিহারে রাজকুমার শর্মার অ্যাকাডেমিতে (Rajkumar Sharma Academy) এসেছিলেন। ওয়াসন বলেন, বিরাট কোহলির সেদিনের আসার দৃশ্য তিনি কখনওই ভুলতে পারবেন না। বাবা প্রেমনাথ কোহলির স্কুটারের পিছনে কিট ব্যাগ নিয়ে সেদিন এসেছিলেন বিরাট। ওয়াসন জানান, বহু বছর আগে এক রবিবার সকালে, মোটা গালওয়ালা বিরাট তাঁর বাবা এবং ভাই বিকাশের সঙ্গে অ্যাকাডেমিতে এসেছিল একটি স্কুটার চেপে।
ওয়াসান বলেন, “প্রথম দিন প্রত্যেক ছাত্রের মতো বিরাট কোহলিকেও প্যাড পরতে এবং কয়েকটি বল মোকাবেলা করতে বলা হয়েছিল। এরপর চলতে লাগল একের পর এক গুলি। আর বিরাট সবকটিই বেশ ভালভাবে সামলাল। ১০টি শটের পর আমি এবং রাজকুমার একে অপরের দিকে তাকিয়ে মজা করে বলি, বিরাট কোহলিকে ছেড়ে দাও, এবার অন্য ভাইকে শেখাও।”
ওয়াসন এবং রাজকুমার শর্মা সেদিন কল্পনাও করতে পারেননি যে, এখান থেকেই বিরাটের মহান হওয়ার যাত্রা শুরু হবে। ওয়াসন এরপর কিশোর বিরাটকে খেলার সূক্ষ্ম দিকগুলি শেখানো শুরু করেন। প্রথম সাক্ষাতের আট বছর পর, ওয়াসন রঞ্জি ট্রফি দলে বিরাট কোহলিকে নির্বাচিত করেন।
TimesofIndia.com-এর সঙ্গে কথা বলতে গিয়ে ওয়াসন বলেন, “আমার ছোটবেলার বিরাটের কথা আজ খুব মনে পড়ছে। ও প্রিন্স'স অ্যাকাডেমিতে এসেছিল, তখন ওর বয়স ছিল ১২ বছর। সেই মুহূর্তটি আমার এখনও মনে আছে। ওর মধ্যে বিশেষ কিছু ছিল। তবে, আমরা কখনও কল্পনাও করিনি যে সে এত উচ্চতায় পৌঁছবে। কেউ এটা আশা করেনি।”
ওয়াসন বলেন, “আমার মনে আছে শচিন তেন্ডুলকারের সঙ্গে প্রথমবারের মতো সফরে গিয়েছিলাম। শচিনের তখন ১৬ বছর। বিরাটও বিশেষ ছিল। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও কেউ সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না। নিজেকে সঠিকভাবে স্থাপন করতে হয়। মহান হতে হলে মনোযোগী থাকতে হবে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ক্রমাগত চিন্তা করতে হবে। শুধু প্রতিভা দিয়ে সবকিছু অর্জন করা যায় না। অনেকেই প্রতিভাবান, কিন্তু টিকে থাকার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হয়।”
অতুল ওয়াসন বলেছেন, “বিরাট কোহলি খেলেছেন এবং খেলায় রাজত্ব করেছেন এবং তিনি তাঁর আইপিএল কেরিয়ার উপভোগ করছেন। ও খুবই ফিট। টেস্ট ক্রিকেট শারীরিক ও মানসিকভাবে খুবই কঠিন এবং সবারই একটা সময় আসে, যখন মানসিকতা পরিস্থিতিকে সঙ্গ দেয় না। বিরাট এটা বোঝে। সে জীবন উপভোগ করতে চায় এবং ওর আর কিছু প্রমাণ করার নেই। ও আইপিএল খেলবে এবং অলিম্পিক্সের লক্ষ্য রাখছে। বিরাট অলিম্পিক্সে খেলতে চায়।”