Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Parasite Movie

২১ শতকের সেরা ছবি ‘প্যারাসাইট’! নোলান, স্পিলবার্গদের টপকে গেল এশীয় পরিচালকের মাস্টারপিস

নিউ ইয়র্ক টাইমসের দাবি, “পরিচালক বং কোনও একটি জঁর-নির্ভর ছবি নির্মাতা নন। তিনি গল্প বলেন নিজের শর্তে। কখনও কৌতুক, কখনও তীব্র ব্যঙ্গ, সব শেষে এক ভয়াবহ ট্র্যাজেডি, যা দগ্ধ করে দর্শককে।”

২১ শতকের সেরা ছবি ‘প্যারাসাইট’! নোলান, স্পিলবার্গদের টপকে গেল এশীয় পরিচালকের মাস্টারপিস

পরিচালক বং জুন হো

শেষ আপডেট: 5 July 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: হলিউডকে হেলায় হারিয়ে বিশ্বসেরা ‘প্যারাসাইট’। নিউ ইয়র্ক টাইমসের চোখে ২১ শতকের শ্রেষ্ঠ ছবি দক্ষিণ কোরিয়ার এই সমাজচিত্র। নোলান, ফিনচারদের টপকে প্রথম স্থানে এশীয় পরিচালক বং জুন হো-র এই মাস্টারপিস। শতাব্দীর ১০০টি সেরা ছবির তালিকা এবং তার শীর্ষস্থান দখল করে নিয়েছে এই ব্ল্যাক কমেডি।

নিউ ইয়র্ক টাইমসের দাবি, “পরিচালক বং কোনও একটি জঁর-নির্ভর ছবি নির্মাতা নন। তিনি গল্প বলেন নিজের শর্তে। কখনও কৌতুক, কখনও তীব্র ব্যঙ্গ, সব শেষে এক ভয়াবহ ট্র্যাজেডি, যা দগ্ধ করে দর্শককে।”

২০১৯ সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান ছবি এক গরিব পরিবারের গল্প বলে, যারা ধাপে ধাপে এক ধনী পরিবারের জীবনে ঢুকে পড়ে। অদ্ভুত ঠান্ডা রসবোধ আর সমাজ-সচেতন দৃষ্টিভঙ্গি মিলিয়ে এই ছবি জিতে নিয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে Palme d'Or— প্রথম কোরিয়ান ছবি হিসেবে। মাত্র ১১ মিলিয়ন ডলারে তৈরি এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল ২৫৮ মিলিয়ন ডলার।

তারপর একে একে জয় করেছিল গোল্ডেন গ্লোবস, বাফটা, SAG, এমনকি অস্কারেও ইতিহাস গড়েছিল। কারণ প্যারাসাইট প্রথম নন-ইংলিশ ভাষার ছবি, যা বেস্ট পিকচার বিভাগে অস্কার জিতে নেয়। সঙ্গে আসে আরও তিনটি পুরস্কার, বেস্ট ডিরেকশন, বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে এবং বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম।

যাদের হারিয়ে প্রথম ‘প্যারাসাইট’

নিউ ইয়র্ক টাইমসের এই তালিকায় দ্বিতীয় হয়েছে ডেভিড লিঞ্চের Mulholland Drive, তৃতীয় পল টমাস অ্যান্ডারসনের There Will Be Blood। বাকিগুলি হল,

  • In the Mood for Love (৪)
  • Moonlight (৫)
  • No Country for Old Men (৬)
  • Eternal Sunshine of the Spotless Mind (৭)
  • Get Out (৮)
  • Spirited Away (৯)
  • The Social Network (১০)


চমক দিয়েছে পাঠকদের তালিকাও। ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার সেখানে ৫ নম্বরে থাকলেও, মূল তালিকায় তা গিয়েছে ৮৯ নম্বরে।

এই সম্মান নিছক সিনেমার সাফল্য নয়, বরং ভাষা ও সংস্কৃতির বাধা অতিক্রম করে বিশ্বব্যাপী এক গল্প বলা। 'প্যারাসাইট' যেন প্রমাণ করে দিয়েছে, ভাল সিনেমা বুঝতে কোনও অনুবাদ লাগে না, দরকার শুধু অনুভব করার মন।


ভিডিও স্টোরি