১৯৯৯ সালে তাঁকে প্রথম দেখা যায় ‘প্যায়ার মেঁ কভি কভি’ সিনেমায়। এক ছবিতেই স্টার হয়ে যান রিঙ্কি।
মিষ্টি হাসির রিঙ্কি টিঁকে থাকতে পারলেন না বলিউডে
শেষ আপডেট: 21 May 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: বহু উঠতি নায়িকাই গ্ল্যামার জগতে হঠাৎ উদয় হন। যত তাড়াতাড়ি তাঁরা খ্যাতি পান, তত শীঘ্রই তাঁরা হারিয়ে যান। তেমনই একজন অভিনেত্রী রিঙ্কি খান্না (Rinki Khanna)। 'মুসু মুসু হাসি’ গানের সেই মিষ্টি নায়িকা রিঙ্কি খান্না আজ কোথায় কেমন আছেন? পর্দার রিঙ্কিকে সব তরুণরা নিজেদের গার্লফ্রেন্ডের মধ্যে খুঁজত সেসময়। কিন্তু মিষ্টি হাসির রিঙ্কি টিঁকে থাকতে পারলেন না বলিউডে।
রিঙ্কি খান্না কিন্তু স্টারকিড। তাঁর বাবা সুপারস্টার রাজেশ খান্না আর মা ঝড় তোলা নায়িকা ডিম্পল কাপাডিয়া। রিঙ্কির দিদি টুইঙ্কল খান্নাও নায়িকা হয়ে শাহরুখ খান, আমির খানদের সঙ্গে 'বাদশা', 'মেলা'র মতো সুপারহিট ছবি করেছেন। টুইঙ্কল যাও বা কিছুদিন টিঁকেছিলেন বলিউডে, রিঙ্কি তাও পারেননি।
দিদি টুইঙ্কলের সঙ্গে নাম মিলিয়ে তাঁর নাম রাখা হয় ‘রিঙ্কল’ খান্না। কিন্তু অভিনয় জীবনে পা রাখার সময় নাম পরিবর্তন করে রিঙ্কি করা হয়। স্টার কিড হলেও খুব সাধারণ ভাবেই শৈশব কাটিয়েছেন রিঙ্কি। শ্যুটিংয়ে তাঁর বাবা-মা তাঁকে বা তাঁর দিদিকে কখনও নিয়ে যেতেন না। শৈশবে তাঁর জীবনের একটা বড় সময় কাটে হস্টেলে।পড়াশোনায় ভীষণ সিরিয়াস ছিলেন রিঙ্কি । স্কুল জীবনে সবসময় প্রথম স্থান অর্জন করতেন রিঙ্কি। স্কুল জীবন শেষ হওয়ার পর আমেরিকায় মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন তিনি। ৩ মাস নিউ ইয়র্কে চাকরি করার পর ফিরে আসেন দেশে।
তারকা সন্তান রিঙ্কি শুরু করেন তাঁর অভিনয় জীবন। ১৯৯৯ সালে তাঁকে প্রথম দেখা যায় ‘প্যায়ার মেঁ কভি কভি’ সিনেমায়। এক ছবিতেই স্টার হয়ে যান রিঙ্কি। অভিনয় ক্ষমতা খুব বেশি না থাকলেও, সাবলীল উপস্থিতি আর মিষ্টি হাসি দিয়ে সবার মন জিতে নেন রিঙ্কি। এই ছবির প্রতিটি গান ভীষণ হিট করেছিল। 'মুসু মুসু হাসি’ তখন গুনগুন করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যেত না।
এরপর ‘জিস দেশ মেঁ গঙ্গা রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘প্রাণ জায় পর শান না জায়ে’, ‘ঝঙ্কার বিটস’, ‘চামেলি’ একাধিক বলিউড ছবি ছাড়াও তামিল ছবি ‘মজুনু’তে রিঙ্কি খান্নাকে দেখা গিয়েছিল।
২০০৪ সালে 'চামেলি'র পর অভিনয় জীবনে ইতি টানেন রিঙ্কি। আসলে এক ছবিতে পাওয়া স্টারডম ধীরেধীরে ক্ষয়িষ্ণু হয়ে আসছিল।
২০০৩ সালে পেশায় ব্যবসায়ী সমীর সরনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিঙ্কি। বিয়ের পরপরই স্বামীর সঙ্গে লন্ডন পাড়ি দেন তিনি। বিয়ের কয়েক বছর পরে তার এক কন্যা ও এক পুত্র সন্তান হয়। বর্তমানে স্বামী এবং ছেলে মেয়ের সাথে লন্ডনে সংসার নিয়ে ব্যস্ত রিঙ্কি। ক্যামেরার সামনে তাকে খুব কমই দেখা যায়। তার মেয়ে নাওমিকাকে টুইঙ্কলের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে ক্যামেরার সামনে দেখা গেছে।
রিঙ্কির স্বামী কিন্তু কোটিপতি। অক্ষয় কুমারের থেকে কম কিছু নন। গ্ল্যামার জগত থেকে দূরে তাই তাঁকে কেউ সে ভাবে চেনেনা। রিঙ্কিও চাননি গ্ল্যামারাস জীবন। তিনি আড়ালেই সুখী দাম্পত্যে কাটাতে চান জীবন। টুইঙ্কল আজও যতখানি নিজেকে 'ডিভা' স্টেটাসে রেখে দিয়েছেন, রিঙ্কি কিন্তু তা রাখেননি। একেবারেই সাধারণ জীবনে সংসারী মানুষ আজকের রিঙ্কি খান্না সরন।