প্রায় ৩০ বছর ধরে সম্পর্কে ছিলেন সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়া। কিন্তু সানি দেওল কখনওই ডিম্পলকে বিয়ে করতে চাননি।
সানি আর ডিম্পল
শেষ আপডেট: 12 June 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা যে সম্পর্কে আছেন তা দুই তারকা কখনও স্বীকার করেননি। কিন্তু গভীর গোপন প্রেম ছিল তাঁদের। তাঁরা হলেন ডিম্পল কাপাডিয়া এবং সানি দেওল। রিল জুটির প্রেম জমেছিল রিয়েল জীবনেও।
প্রায় ৩০ বছর ধরে সম্পর্কে ছিলেন সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়া। কিন্তু সানি দেওল কখনওই ডিম্পলকে বিয়ে করতে চাননি, যদিও ডিম্পল তখন রাজেশ খান্নার স্ত্রী। সম্পর্কের জল এতটাই গড়ায় যে নিজের দুই কন্যাকে নিয়ে রাজেশ খান্নার থেকে আলাদা থাকতে শুরু করেন ডিম্পল। সে সময় নাকি ডিম্পলের পাশে ছিলেন সানি।
কয়েকবছর আগে একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা গিয়েছিল, বিদেশের রাস্তায় হাতে হাত রেখে বসে আছেন সানি আর ডিম্পল। এরপর গুঞ্জন শোনা যেতে থাকে, তাঁদের কোনোদিন ব্রেক আপই হয়নি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন দু’জনে।
প্রসঙ্গত উল্লেখ্য, সিনেমার জগতে পা রাখার আগেই লন্ডন নিবাসী পূজা দেওলকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র পুত্র সানি। কিন্তু সেই কথা গোপন রেখেছিলেন সকলের কাছে। কেরিয়ারের ক্ষতি হতে পারে সেই কথা ভেবেই সানি এবং তার পরিবার তার প্রথম বিয়ের কথা চেপে গিয়েছিলেন একেবারেই। তবে আজও অফিসিয়ালি পূজাই সানির স্ত্রী। পূজা অসম্ভব সুন্দরী হয়েও কখনও লাইমলাইটে আসেননি।
এদিকে ডিম্পল-সানির প্রেমে গোপন ছিল না কিছুই। রাজেশ খান্না নাকি ডিম্পলের ওপর মানসিক অত্যাচার করছেন। পরে তো রাজেশও টিনা মুনিমের সঙ্গে গভীর সম্পর্কে জড়ান। ডিম্পল দুই মেয়ে টুইঙ্কল আর রিঙ্কিকে নিয়ে রাজেশের 'আশীর্বাদ' বাড়ি ছাড়েন।
’আগ কা গোলা’, ‘গুনাহ’, ‘নরসিংহ’, ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে সানি এবং ডিম্পলকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। দেওল পরিবারের কোনও অনুষ্ঠানে বা বলিপাড়ার কোনও পার্টিতে ডিম্পলকে নাকি নিজের স্ত্রী হিসাবেও পরিচয় দিয়েছেন সানি। কিন্তু আইনি বিয়েতে সানি কখনও ডিম্পলের প্রতি প্রেমকে স্বীকৃতি দেননি। সানির এসব কান্ডে পূজা দেওলের অবস্থা কী হত অনুমান করা যায়।
তবে বর্তমানেও নিভু নিভু হয়েও চলছে তাঁদের প্রেম। গদর এক প্রেম কথার সিক্যুয়েল, 'গদর ২' ছবি দেখতে গিয়েছিলেন সানি দেওলের প্রাক্তন প্রেমিকা ডিম্পল কাপাডিয়া। সেই নিয়েও চর্চা হয়েছিল কদিন আগে। ডিম্পল-সানির সম্পর্ক চিরকালই গোপন রয়ে গেল। কিন্তু ফুটে উঠেছে বারবার। দু'জনের প্রেমের টান আজও রয়ে গিয়েছে।