Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'আমার নিজেরই দীর্ঘ সময় কাজ করা পছন্দ নয়,' দীপিকার ৮ ঘণ্টার কাজ বিতর্কে সুর চড়ালেন অনুরাগত্বকে আগাম বার্ধক্যের লক্ষণ? জৌলুস হারিয়ে বলিরেখা স্পষ্ট হচ্ছে? পাতে রাখুন এসব খাবারবাদল অধিবেশনেই বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, সমর্থন দিতে পারে বিরোধীরাওদাঁতে ৬টি হিরে বসানো সেতারবাদক ঋষভ রিখিরামের, ফ্যাশন মনে হলেও রয়েছে এক আধ্যাত্মিক কারণSSC: কারা ‘দাগি’ হিসেবে চিহ্নিত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, নিয়োগ মামলায় ব্যাখ্যা কল্যাণের 'আমাদের সৃষ্টির স্বীকৃতি ন্যায্য দাবি’, কোলাপুরি চপ্পল বিতর্কে ভারতীয় ফ্যাশন মহলের কড়া সুরউইম্বলডনে বিরুষ্কা, হাজির অবনীত কৌরও, সোশ্যাল মিডিয়ায় ফের 'দুইয়ে দুইয়ে পাঁচ'!বাঙালিয়ানায় সেজে উঠবে চালতাবাগানের পুজোEng vs Ind: লর্ডসে ইতিহাসের হাতছানিনিম্নচাপ সরলেও মিলবে না রেহাই! দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি সপ্তাহজুড়ে, উত্তরে ধসের আশঙ্কা
Mithu Mukherjee

মিঠু ছিল খামখেয়ালি, 'আশ্রিতা'র পরও ছবি করতে চেয়েছিল, কিন্তু হল না: রত্না ঘোষাল

মৌচাকের শ্যুটিং, মিঠু একদিন বলল আমার কাজ করতে ভাল লাগছে না। বলে শ্যুটিং বন্ধ করে দিয়ে চলে গেল। এরকম ব্যবহার বাকিরা সহ্য করবে কেন? উগ্র ব্যবহার মাঝেমধ্যেই প্রকাশ পেত। কিন্তু মেয়েটা তো ভাল ছিল আচার ব্যবহারে। কতদিন দেখা হয় না, কথা হয় না। 

মিঠু ছিল খামখেয়ালি, 'আশ্রিতা'র পরও ছবি করতে চেয়েছিল, কিন্তু হল না: রত্না ঘোষাল

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 20 June 2025 07:18

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সত্তর দশকে যৌবন সরসী রূপ নিয়ে রুপোলি পর্দায় আগমন হয় এক নায়িকার, তিনি ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখার্জী। যার রূপে দেহসৌষ্ঠবে ছিল অটুট যৌন আকর্ষণ আবার দেবী মুখের মিশেল। দীনেন গুপ্তর ছবি ‘মর্জিনা আবদাল্লা’-তে মিশরীয় লাস্যে মর্জিনা করে সারা বাংলায় প্রথম সারির নায়িকাতে চলে আসেন মিঠু। এরপর 'মৌচাক', 'চাঁদের কাছাকাছি', 'হোটেল স্নো ফক্স', 'আশ্রিতা' প্রায় প্রতিটি ছবিতেই তুমুল জনপ্রিয়তা পান মিঠু মুখোপাধ্যায়। কিন্তু বহুকাল লোকচক্ষুর আড়ালে তিনি। কেমন আছেন মিঠু? শুরুর দিনের সে সব গল্প মিঠুর জন্মদিনে দ্য ওয়াল আড্ডায় বলতে বসলেন তাঁর সহঅভিনেত্রী রত্না ঘোষাল।

Do you remember sexy and sensuous actress Mithu Mukherjee who vanished at  her peak!


যে সময় সমাজে ‘প্রেম করি’ কিংবা ‘প্রেম করে বিয়ে’– এসব বলা নিষিদ্ধ ছিল। সেসময় মিঠু মুখার্জীর ঠোঁটে 'মৌচাক' ছবির সেই বিখ্যাত গান ‘বেশ করেছি প্রেম করেছি করবই তো’, যেন সমাজে ঝড় তোলে। মিঠু এতটাই দর্শানুকল্য পান যে পরপর ছবি হিট হতে থাকে এবং যার রূপে পাগল হয়ে যায় দর্শক।

মৌচাক ছবিতে মিঠু ছিলেন নায়িকা আর রত্না বাড়ির পরিচারিকা চাঁপার চরিত্রে। কিন্তু রত্না ঘোষাল মিঠুর থেকে অভিজ্ঞতায় অনেকদিনের সিনিয়র অভিনেত্রী। দু'জনে কাছাকাছি বয়সের।

রত্না ঘোষাল দ্য ওয়ালকে বললেন 'আমার তো প্রথম ছবি বিজয় বসুর 'রাজা রামমোহন'। ১৯৬২ সালে আমি শুরু করি। মিঠু এল ইন্ডাস্ট্রিতে সাতের দশকে। অরবিন্দ মুখোপাধ্যায়ের 'মৌচাক' ছবিতেই মিঠুর সঙ্গে আমার প্রথম কাজ। আমি সিনিয়র অভিনেত্রী বলে মিঠু কিন্তু আমাকে সেই সম্মানটা দিত। আমাদের মধ্যে খুব বন্ধুত্ব গড়ে উঠেছিল 'মৌচাক' করতে গিয়ে। আরও অনেক ছবিতেই ওঁর সঙ্গে কাজ করেছি। 'স্বয়ংসিদ্ধা'তেও ছিলাম আমি। সার্দান অ্যাভিনিউতে অশোক হলে মিঠুর অনেক উঁচু তলায় ফ্ল্যাট ছিল। সেখানেও গিয়েছি। মিঠুর সঙ্গে ওঁর মা থাকতেন। ওঁর দিদি মঞ্জুলা দাসও আসতেন। মিঠু কিন্তু খেতে খুব ভালবাসত। মৌচাকের শ্যুটিংএ প্রচুর খাবার কিনে রোজ মিঠু নিয়ে আসত। আমাদের খাওয়াত। ওঁর মনটা বড় ছিল।'

বম্বেতে হিন্দি ছবি করতে যাওয়াই মিঠুর কাল হল! কেমন আছেন স্বয়ংসিদ্ধা  মর্জিনা | mithu-mukherjee-life-story

মিঠু মুখার্জী মানেই সেভেন্টিজ সেক্সি ডিভা। এই বিষয়ে রত্না বললেন 'মিঠুর তো সেক্সি ফিগার ছিল। তাহলে সেই আবেদন তখন ঝড় তুললে দোষ কী! খুব সুন্দরী তো মিঠু ছিল। অল্প সময়েই শীর্ষস্থানিয়া অভিনেত্রী হয়ে যায়।'

মিঠু মুখার্জীর ব্যক্তিগত জীবন, মদ্যপান নিয়ে অনেক গসিপ শোনা যেত। রত্না বললেন 'তখন মদ কে না খেত! মহুয়া, মিঠু মদ সবাই খেত! তার মানে কী তাঁরা উচ্ছৃঙ্খল। মিঠু এখনকার অভিনেত্রীদের মতো মোটেই খুল্লামখুল্লা ছিল না। পরে তো বম্বে চলে যেতে আমাদের সঙ্গে ওঁর দুরত্ব তৈরি হয়। 'আশ্রিতা' ছবি মিঠু প্রযোজনা করল। বিশাল হিট। সে ছবিতেও কিন্তু মিঠু আমাকে নিয়েছিল।

কোথায় হারিয়ে গেলেন 'স্বয়ংসিদ্ধা' মিঠু মুখার্জী? বয়সের ভারে জীর্ণ  অভিনেত্রীর কীভাবে কাটছে দিন?

এখন কী মিঠুর সঙ্গে রত্নার যোগাযোগ আছে? রত্না বললেন 'নাহ না! কতদিন কথা হয় না। ওঁর শেষ ছবি 'আশ্রিতা' তো বিশাল হিট করেছিল নাইন্টিজে। 'আশ্রিতা' হিটের সাফল্যে মিঠু আমাকে বলেছিল আবার ছবি বানাবে এবং নিজে নায়িকাও হবে। কিন্তু আর তো ছবি করে উঠতে পারল না। এত হিট ছবি করার পর এই প্রস্থান বেশ অবাক করা।'

মিঠু মুখার্জীর প্রস্থানের কারণ কী? রত্নার কথায় 'এক বম্বে গিয়ে অসফল হল। দ্বিতীয়ত ভীষণ খামখেয়ালি ছিল মিঠু। মৌচাকের শ্যুটিং মিঠু একদিন বলল আমার কাজ করতে ভাল লাগছে না। বলে শ্যুটিং বন্ধ করে দিয়ে চলে গেল। এরকম ব্যবহার বাকিরা সহ্য করবে কেন? উগ্র ব্যবহার মাঝেমধ্যেই প্রকাশ পেত। কিন্তু মেয়েটা তো ভাল ছিল আচার ব্যবহারে। কতদিন দেখা হয় না, কথা হয় না। সেটাই মিস করি আজ ওঁর জন্মদিনে।'


ভিডিও স্টোরি