Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বাঁধনি প্রিন্টের স্পোর্টসওয়্যার! দিল্লির ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে নতুন কালেকশন নাইকিরকলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেনদুয়ারে বর্ষা, ভ্যাপসা গরম থেকে মুক্তি সময়ের অপেক্ষা! কবে থেকে টানা বৃষ্টি? কী বলছে আলিপুর আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, সূত্র, এখনও নিখোঁজ স্থানীয় অনেকেইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকাতেই চাপের মুখে ট্রাম্প, ‘নাক না গলানোর’ দাবি উঠলমহেশতলায় গন্ডগোল, সরানো হল রবীন্দ্রনগরের আইসিকে, পুলিশ বলছে রুটিন বদলিইরানের হামলার মুখে বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, ত্রস্ত তেল আভিভ ঘাটালের মূল সমস্যা মেয়ে পালানো, বউ পালানো! কীভাবে রোখা যাবে- সচেতনতার 'পাঠ' নিলেন ওসিইজরায়েলি হামলা অব্যাহত, দেশে ফিরতে চান ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররাউত্তরের রেলযাত্রীদের জন্য সুখবর! শনিবার পথচলা শুরু জলপাইগুড়ি-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের
Abhijeet Bhattacharya

অনু মালিক সুযোগ পেলে নিজের গাওয়া গান নিজের ওপরেই পিকচারাইজ করে দিত! অভিজিৎ


‘ম্যায় হুঁ না’ ছিল ফারাহ খানের পরিচালনায় প্রথম ছবি। শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান, সুনীল শেট্টি ও অমৃতা রাও অভিনীত এই ছবি ২০০৪ সালে সুপারহিট হয়েছিল। 

অনু মালিক সুযোগ পেলে নিজের গাওয়া গান নিজের ওপরেই পিকচারাইজ করে দিত!  অভিজিৎ

'ম্যায় হুঁ না' ছবির হিট গান 'গোরি গোরি’

শেষ আপডেট: 15 May 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে শাহরুখ খানের গানে অভিজিতের কন্ঠ, যেন একে অন্যের পরিপূরক ছিল। কিন্তু গায়ক-নায়ক জুটির বন্ধুত্বে চিড় ধরে এক সময়। অভিজিৎ প্রকাশ্যে জানিয়ে দেন তিনি আর গান গাইবেন না শাহরুখ খানের লিপে। শাহরুখের বিরুদ্ধেই নানা অভিযোগ ছিল অভিজিতের। যার মধ্যে একটি কারণ শাহরুখের সঙ্গে অনু মালিকের হৃদতা। কী ঘটেছিল তিন জনের মধ্যে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ জানিয়েছেন, শাহরুখ খান-সুস্মিতা সেন অভিনীত 'ম্যায় হুঁ না' ছবির হিট গান 'গোরি গোরি’-তে প্রথমে তিনিই কেকে-র সঙ্গে গেয়েছিলেন। কিন্তু শেষে গান শুনে অবাক হয়ে যান, তাঁর গলা বাদ দিয়ে সে জায়গায় নিজের কণ্ঠ ব্যবহার করে নিয়েছেন সঙ্গীত পরিচালক অনু মালিক!

Abhijeet Bhattacharya Says 'Gori Gori' Was His And KK's Song: 'Anu Malik  Took It Away' - News18

এখানেই থেমে থাকেননি অভিজিৎ। তিনি জানান, 'ম্যায় হুঁ না' ছবির ‘তুম হেঁ জো ম্যানে দেখা’-র ক্ষেত্রেও অনুর থেকে একই রকম আচরণ পেয়েছিলেন।

‘ম্যায় হুঁ না’ ছিল ফারাহ খানের পরিচালনায় প্রথম ছবি। শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান, সুনীল শেট্টি ও অমৃতা রাও অভিনীত এই ছবি ২০০৪ সালে সুপারহিট হয়েছিল। ছবির প্রতিটি গান মানুষের মুখে মুখে ফিরেছিল। শাহরুখ-সুস্মিতা প্রথম জুটি বাঁধেন এই ছবিতে।

ছবির প্লটে বেশি বয়সে কলেজে পড়তে যান শাহরুখ খান। সেখানে সব ছাত্রছাত্রীরা শাহরুখের থেকে বয়সে অনেকটাই জুনিয়র। আর সেই কলেজে পড়াতে আসেন সেক্সি অধ্যাপিকা সুস্মিতা সেন। দুয়ে দুয়ে চার করে সুস্মিতার প্রেমে পড়েন শাহরুখ। পাশাপাশি জায়েদ খান আর অমৃতা রাওয়ের জুটিও বেশ হিট করেছিল।

Gori Gori Full 4k Video | KK | Main Hoon Na | Anu M, Shreya G, Sunidhi C |  Shahrukh K, Susmita S |


তবে এই ছবির 'গোরি গোরি' গান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ ভট্টাচার্য। গায়ক বলেন
'“গোরি গোরি গোরি গোরি… ওই গানটা তো আমি আর কেকে প্রথম গেয়েছিলাম! বিশ্বাস করবেন? একদম ফাটিয়ে গেয়েছিলাম আমরা। তারপর আচমকা শুনি গানটার চূড়ান্ত ভার্সনে অনুর গলা বসে গিয়েছে! সবটাই অনুর বিশ্রী খেলা।'

এই ছবির গান রেকর্ড করার কথা অভিজিৎকে নাকি আগে থেকেও জানাননি অনু মালিক। অভিজিৎ বলছেন ' সাধারণত অনু মালিক ৩–৪ দিন আগেই গায়কদের সময় দিতেন ওই গানের মহড়ার জন্য, ঠিকঠাক গানটাকে তোলার জন্য। কিন্তু এই গানের ক্ষেত্রে কোনও প্রস্তুতি ছাড়াই হঠাৎ আমাকে ফোন করে রেকর্ডিং সেরে ফেলেন অনু। যদি সময় পেতাম, আরও ভাল ভাবে গাইতে পারতাম। গানটা আরও রিফাইনড হত।

JioSaavn - Listen to New & Old Indian & English Songs. Anywhere, Anytime.

অনু মালিক তো এমন একজন ব্যক্তি যে সুযোগ পেলে নিজের গাওয়া গান নিজের ওপরেই পিকচারাইজ করে দিত! ও এতটাই পাগল! বলত, ‘এই গানটা দারুণ হয়েছে, আমি গাইব, আর আমার ওপরই শুট কর!’


ভিডিও স্টোরি