শেষ আপডেট: 6th February 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: "চেনা তবু চেনা নয়..." বহর একই অথচ পোশাকি নাম বদলে গেল 'জোম্যাটো'র। ৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজ স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই কথা জানিয়েছে স্বয়ং 'জোম্যাটো' সংস্থা। বোর্ড অফ মেম্বারস এই নাম পরিবর্তনের ব্যাপারে অনুমোদন দিয়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্জকে দেওয়া একটি চিঠিতে জোমাটোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল জানিয়েছেন, "আমরা যখন থেকে 'ব্লিঙ্কইট' অধিগ্রহণ করেছি, কোম্পানি এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্য তৈরি করতে সেই থেকেই ভেতরে ভেতরে 'জোম্যাটো'র নাম পাল্টে ফেলার প্রক্রিয়া শুরু করি।" তিনি জানিয়েছেন, এবার থেকে জোম্যাটোর নাম বদলে 'ইটারনাল' করা হয়েছে।"
এই নাম পাল্টানোর নেপথ্যে রয়েছে প্রাথমিক ভাবনা। সিইওর কথায়, আগামীতে যেদিন জোম্যাটো ছাড়িয়ে আরও অন্যান্য প্ল্যাটফর্মে নিজেদের সংস্থা জায়গা করে নেবে, সেই দিন এই নতুন নাম প্রকাশ করা হবে বলে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু 'ব্লিঙ্কইটের' মাধ্যমে আমরা সেই জায়গাটায় পৌঁছেছি, তাই 'জোম্যাটো লিমিটেড' থেকে সংস্থার নাম বদলে 'ইটারনাল লিমিটেড' করা হল।
অর্থাৎ, বহু জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ 'জোম্যাটো', যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ জিভের আরাম খুঁজে পান, সেই নামই পাল্টে যাচ্ছে। তাতে যে খাদ্যপ্রেমী মানুষের রসনা তৃপ্তিতে একটুও ব্যাঘাত ঘটবে তা একেবারেই নয়।