রাজকোষের ঘাটতি মেটাতে আবারও ঋণ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Loan)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) শুক্রবার জানিয়েছে, আরও ৩,৫০০ কোটি টাকা ধার নিতে আগামী ২৪ জুন এসজিবি নিলামে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 June 2025 10:01
রাজকোষের ঘাটতি মেটাতে আবারও ঋণ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Loan)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) শুক্রবার জানিয়েছে, আরও ৩,৫০০ কোটি টাকা ধার নিতে আগামী ২৪ জুন এসজিবি নিলামে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।
এই ঋণের মধ্যে ২,০০০ কোটি টাকা ২৫ বছরের মেয়াদি এবং বাকি ১,৫০০ কোটি টাকা ২৬ বছরের মেয়াদি ঋণ হিসেবে নেওয়া হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদি প্রকল্পগুলির খরচ মেটাতে এই ঋণ ব্যবহৃত হতে পারে বলে নর্থ ব্লকের কেউ কেউ অনুমান করছেন। তবে রাজ্যের সরকারি কর্মচারি মহলের অনেকের ধারণা, সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ-র (Pending DA) ২৫ শতাংশ মেটাতেই এক মাসে তিন বার রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
এখানে জানিয়ে রাখা দরকার, রাজ্য সরকার যে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে সেই খবর বাংলার সমস্ত সংবাদমাধ্যমের মধ্যে সবার আগে দ্য ওয়ালেই প্রকাশিত হয়েছিল। দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। এর আগে জুন মাসের ৩ তারিখ রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে বাজারে ঋণপত্র ছেড়ে ২০০০ কোটি টাকা তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। তার পর গত ১৭ জুন রাজ্য সরকারের সিকিউরিটির (State Government Security) বিনিময়ে আরও ২০০০ কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য। এবার ফের ৩৫০০ কোটি টাকা ঋণ নিচ্ছে। অর্থাৎ জুন মাসে নবান্ন সবমিলিয়ে মোট ৭৫০০ কোটি টাকা ঋণ নিতে চলেছে।
নবান্নের একটি সূত্রের দাবি, গত ১৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় কোনও এক মাসে একসঙ্গে এত টাকা ঋণ নেয়নি সরকার। ২০২৪ সালের মার্চ মাসে সরকার ৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু ৭ হাজার কোটির গণ্ডি পার করতে চলেছে এই প্রথবার। সেদিক থেকে এও এক মাইলস্টোন বটে।
বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির সময়েই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছিলেন, এক লপ্তে বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তা শুনে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার কোটির কিছু বেশি টাকা মেটাতেই হবে রাজ্যকে। সেই ধাক্কায় রাজ্যের কোষাগারের কীভাবে কোমর ভেঙেছে তা ঋণ নেওয়ার হিড়িকেই স্পষ্ট বলে মনে করছেন অনেকে।
২৪ জুন সরকারি সিকিউরিটি নিলাম অনুষ্ঠিত হবে রিজার্ভ ব্যাঙ্কের ই-কুবের (RBI E-Kuber) প্ল্যাটফর্মে। প্রতিযোগিতামূলক (competitive) এবং অপ্রতিযোগিতামূলক (non-competitive) দুই ধরনের বিড গ্রহণ করা হবে। প্রতিযোগিতামূলক বিড নেওয়া হবে সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত এবং অপ্রতিযোগিতামূলক বিড নেওয়া হবে সকাল ১০:৩০ থেকে ১১টা পর্যন্ত।
এই ঋণপত্রে সাধারণ মানুষও রিজার্ভ ব্যাঙ্কের রিটেল ডাইরেক্ট পোর্টালের (https://rbiretaildirect.org.in) মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। ন্যূনতম ১০,০০০ টাকা এবং তার গুণিতকে এই সিকিউরিটিতে লগ্নি করা যাবে। এই ঋণের উপর সুদের হার ঠিক হবে নিলামে নির্ধারিত হারের ভিত্তিতে এবং তা ছয় মাস অন্তর দেওয়া হবে। ব্যাঙ্কগুলোর জন্য এটি এসএলআর (Statutory Liquidity Ratio)-এর উপযুক্ত বিনিয়োগ হিসেবেও গণ্য হবে।
বর্তমানে রাজ্য সরকারের ঋণের পরিমাণ নিয়ে অনেক বিতর্ক থাকলেও, বিভিন্ন পরিকাঠামো ও সামাজিক প্রকল্প বাস্তবায়নের জন্য এই ধরনের ঋণ নেওয়া কার্যত অনিবার্য হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।