শেষ আপডেট: 13th June 2023 12:30
গাড়ি কিনবেন ভাবছেন? জুনেই লঞ্চ হচ্ছে নতুন ৫ মডেল
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি থাক বা না থাক, চারচাকা বা বাইক নিয়ে অনেকের মনেই কৌতূহলের কমতি নেই। সময় পেলেই অনেকে নেট দুনিয়ায় উঁকি দেন, নতুন কী গাড়ি এল তার খোঁজে। গাড়িপ্রেমীদের জন্য রইল এমনই ৫টি গাড়ির সন্ধান, যেগুলি জুন মাসেই লঞ্চ করছে।
হন্ডা এলিভেট

জুন মাসের ৬ তারিখ বিশ্বব্যাপী এই গাড়িটি লঞ্চ করবে। এই এসইউভি গাড়িটি বেশ নজরকাড়া। হন্ডার সেই অর্থে কোনও এসইউভি মডেল নেই। তাই হোন্ডা তাদের এই নতুন মডেল নিয়ে আসতে চলেছে। ফুল সাইজ এসইউভি-এর থেকে মাঝারি এবং কম্প্যাক্ট গাড়ি চড়তে পছন্দ করেন তাঁদের ক্ষেত্রে এই মডেল নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতেই পারেন। এই গাড়িতে থাকবে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন।
মারুতি সুজুকি জিমি

আগামী ৭ জুন এই গাড়িটি লঞ্চ করতে চলেছে। এই গাড়িটিও একটি এসইউভি মডেল। এই গাড়িতে থাকবে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন।
মাহিন্দ্রা থর নতুন বেস ভ্যারিয়েন্ট

মাহিন্দ্র থর ভারতের বাজারে বেশ নজর কেড়েছিল। পাঁচ দরজা বিশিষ্ট এই গাড়িটি বেশ চমকপ্রদ। মানুষের মনে সাড়াও জাগিয়েছে। সেই সাফল্যকে কাজে লাগিয়েই এই মডেলের নতুন ভ্যারিয়েন্ট বাজারে আনছে মাহিন্দ্রা। জুন মাসেই এই গাড়ি লঞ্চ হওয়ার কথা। কিন্তু ঠিক কোন তারিখে সেটা জানা যায়নি।
মার্সিডিজ-এএমজি এসএল৫৫

মার্সিডিজ-এএমজি এসএল সিরিজের নতুন মডেল আসছে ভারতে। ২২ জুন ভারতের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়িটির। গাড়িটির অন্যতম ফিচার হল মাত্র ৩.৯ সেকেন্ডে ১০০ কিমি গতিবেগ তোলার ক্ষমতা রাখে।
ফক্সওয়াগন টাইগুন

ফক্সওয়াগন টাইগুন সিরিজের নতুন মডেল চলতি মাসেই বাজারে আসছে। যাঁরা স্পোর্টস কার বেশি পছন্দ করেন তাঁদের জন্য এই মডেলটি সেরা বিকল্প হতে পারে। এই গাড়িতে ১.৫ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে।