শেষ আপডেট: 4th February 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্কের কড়া শাস্তির মুখে পড়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। স্পষ্ট জানান হয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না। ওয়ালেট, ফাস্টট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে। কিন্তু ঠিক কী ভাবে বিষয়টি সামনে এল, তা জানা গেছে।
হাজারখানেক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে একটাই প্যান কার্ড! হ্যাঁ, ঠিক এই ঘটনাই ঘটেছে। আরবিআই জানতে পেরেছিল যে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের হাজারের বেশি অ্যাকাউন্টের সঙ্গে একটিই মাত্র প্যান কার্ড লিঙ্ক করা। আর এইসব অ্যাকাউন্ট দিয়েই কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়া সংস্থার তরফে যে যে তথ্য জমা দেওয়া হয়েছিল তাতেও অনেক গলদ আছে।
রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে, এই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে কয়েক কোটি দুর্নীতির টাকা অন্যত্র সরানো হয়েছে। ইতিমধ্যে আরবিআই এই তথ্য ইডি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছে। যদি কোনও অবৈধ লেনদেনের হদিশ মেলে তাহলে এই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি বলে জানা গেছে।
কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, চিনা যোগ আছে এই সংস্থার। ৩১ শতাংশ চিনা মালিকানা এবং ৭০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে পেটিএম-এ। যদিও পেটিএম সিইও বিজয় শেখর শর্মার দাবি, পেমেন্টস ব্যাঙ্কের উপর আরবিআই-এর নিষেধাজ্ঞার জেরে পেটিএম-এর ওপর কোনও প্রভাব পড়বে না। ২৯ তারিখের পর কোনও অসুবিধা ছাড়াই পেটিএম চলবে।