শেষ আপডেট: 3rd February 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ধসল ভারতের শেয়ার বাজার। বিএসই সেনসেক্স ৭৩১ পয়েন্ট কমে ৭৭ হাজার পয়েন্টের নীচে নেমে এসেছে, আর নিফটিও ২৪৩ পয়েন্ট কমে ২৩,২৩৯ পয়েন্টে পৌঁছেছে। বাজারের এই পতন প্রায় সব সেক্টরেই স্পষ্ট ছিল, বিশেষ করে মূলধনী পণ্য, বিদ্যুৎ, ইউটিলিটি এবং শিল্প ক্ষেত্রে।
বিশেষজ্ঞদের মতে, এই পতনের প্রধান কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা। ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা বলেছেন, এছাড়া চিন থেকে আমদানি করা পণ্যের ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন। এর ফলে বিশ্বব্যাপী ব্যবসায় যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। যা শেয়ার বাজারে নেগেটিভ প্রভাব ফেলেছে।
ভারতে, ২০২৫ সালের বাজেটে পরিকাঠামো খাতে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, তা বাজারের প্রত্যাশার তুলনায় কম। এর প্রভাব পড়েছে পরিকাঠামো খাতের শেয়ারগুলির দামেও। এলএন্ডটি এবং আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারের দাম অনেকটা কমে গেছে, পাশাপাশি আইআরসিওএন ইন্টারন্যাশনালের শেয়ারও ৫ শতাংশ নেমে গেছে।
ভারতীয় রুপি ডলারের তুলনায় সর্বনিম্ন স্তরে নেমে ৮৭.০৭ তে পৌঁছেছে। যদিও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিক্রি অব্যাহত রেখেছেন। বাজেটের দিন, ১ ফেব্রুয়ারি, এফআইআইয়ে ১৩২৭ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। জানুয়ারিতেও তাদের বিক্রি অনেক বেশি ছিল।
বাজার বিশ্লেষকরা এখন আসন্ন কোম্পানির ত্রৈমাসিক ফলাফল এবং ৭ ফেব্রুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটির বৈঠকের দিকে তাকিয়ে। সব মিলিয়ে, অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত এবং মুদ্রার ওঠানামা ভারতীয় শেয়ার বাজারের জন্য চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করেছে তা বলা বাহুল্য।