শেষ আপডেট: 10th December 2024 19:04
দ্য ওয়াল ব্য়ুরো: অফিসে কাজের চাপের কথা বলতেই, রাতারাতি ১০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করে দেয় নয়ডার একটি স্টার্ট-আপ সংস্থা। প্রশ্ন করা হয়েছিল, অফিসে কি খুব কাজের চাপ যাচ্ছে? অভ্যন্তরীণ সমীক্ষায় যাঁরা যাঁরা ‘হ্যাঁ’ বলেছিলেন, তাঁদের চাকরি চলে যায়। এতজনের চাকরি চলে যাওয়ার পিছনে কারণ দেওয়া হয়েছে, কাজের সময় যাতে কাউকে চাপের মধ্যে না থাকতে হয়, তাই কোম্পানি এমন সিদ্ধান্ত নিয়েছে। গোটাটাই ইমেলের মাধ্যমে হয়েছে। সেই ইমেলই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ইমেলটি ভাইরাল হতেই নয়ডার অন-ডিমান্ড বিউটি সার্ভিস প্ল্যাটফর্ম ইয়েস ম্যাডামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। ইয়েস ম্যাডামের ইউএক্স কপিরাইটার আনুষ্কা দত্ত এই ইমেলের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, 'কাজের চাপের কথা বলায় কোম্পানি আমাদের বরখাস্ত করেছে।'
যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে, তাতে লেখা ছিল, 'আমরা একটি সমীক্ষা করেছি। তাতে জানার চেষ্টা করেছি, কাজের জন্য কারও মানসিক চাপ পড়ছে কিনা। আপনার উদ্বেগকে মাথায় রেখে এবং একটি স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করার জন্য তাঁদের কোম্পানি থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নোটিসটি খুব শীঘ্রই কার্যকর করা হবে।'
তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় কোম্পানিটিকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে ইয়েস ম্যাডামের তরফ থেকে গোটা বিষয়টাকেই অস্বীকার করা হয়েছে। সেই ইমেলের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এটা ভেবে নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন, যে কীভাবে এমন পদক্ষেপ নিল কোনও কোম্পানি! সেই সঙ্গে পোস্টে কমেন্টের বন্যা বয়েছে।