কলকাতার নিউটাউনে আরও এক নতুন মাইলফলক তৈরি করতে চলেছে পিয়ারলেস গ্রুপ (Peerless)।
পিয়ারলেস 'ত্রয়ম'।
শেষ আপডেট: 14 June 2025 01:44
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার নিউটাউনে আরও এক নতুন মাইলফলক তৈরি করতে চলেছে পিয়ারলেস গ্রুপ (Peerless)। শুক্রবার তাঁদের প্রথম মিক্সড-ইউজ রিয়েল এস্টেট প্রকল্প ‘ত্রয়মের’ (Trayam) স্কেল মডেল উন্মোচন করলেন পিয়ারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায়। নিউটাউন অ্যাকশন এরিয়া-১–এর কেন্দ্রে এই প্রকল্প নতুন শহুরে জীবনের নতুন সংজ্ঞা দিচ্ছে।
আধুনিক নাগরিক জীবনের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই প্রকল্প। বসবাস, অফিস, কেনাকাটা ও বিনোদন—সবই মিলিয়ে এক ছাদের তলায় সাজানো হয়েছে ‘ত্রয়ম’ (Peerless Trayam)। এদিন সাংবাদিক বৈঠকে জয়ন্ত রায় বলেন, “আবাসন তৈরিতে পিয়ারলেসের অভিজ্ঞতা দু’দশকেরও বেশি। তবে আগে পিয়ারলেস সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আবাসন তৈরি করেছে। এখন পুরোটাই করছে পিয়ারলেস। তাই আমরা বলছি ‘পুরো পিয়ারলেস’। ত্রয়ম শুধু আবাসন প্রকল্প নয়, বরং একটা সিটি উইদিন সিটি”।
জয়ন্ত জানিয়েছেন, পিয়ারলেস অনেক আগে থেকেই তাদের ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে রেখেছে। সেখান থেকেই জমি চিহ্নিত করে আগামী দিনে নতুন নতুন রিয়েল এস্টেট প্রোজেক্ট তৈরি হবে। ত্রয়মের পর চলতি বছরে কলকাতায় আরও একটি নতুন আবাসন প্রকল্পের ঘোষণা করতে পারে পিয়ারলেস। সাংবাদিক বৈঠকে জয়ন্ত রায়ের সঙ্গেই ছিলেন পিয়ারলেসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুপ্রিয় সিনহা। তাঁকে দেখিয়ে জয়ন্ত রায় বলেন, “সুপ্রিয় যেমন বলেন, যা করব ফাটাফাটি করব।”
সুপ্রিয় আসলে পিয়ারলেসের বিজনেস ট্রান্সফরমেশন ও কর্পোরেট স্ট্র্যাটেজির দায়িত্বে রয়েছেন। এদিন তিনি বলেন, “কলকাতায় যাঁরা নতুন ঠিকানা খুঁজছেন তাঁদের আকাঙ্খা ও আগ্রহ কী ধরনের তা নিয়ে আমরা রীতিমতো রিসার্চ করেছি। ত্রয়ম সে সবেরই এক কথা উত্তর”।
বিলাসবহুল আবাসনের প্রতিশ্রুতি
ত্রয়ম-এ থাকছে ৩ ও ৪ বেডরুমের মোট ৭১টি বিলাসবহুল ফ্ল্যাট। নির্মাণে বিশেষ নজর দেওয়া হয়েছে নিরাপত্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক ডিজাইনে। থাকছে ২৪ ঘণ্টার সিসিটিভি নজরদারি, অ্যাকসেস কন্ট্রোল, সোলার প্যানেল, ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন, জল সংরক্ষণ ব্যবস্থা, বর্জ্য কম্প্যাক্টিংয়ের মতো অত্যাধুনিক ব্যবস্থা। ফ্ল্যাটের বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফ্ল্যাটের সাইজ ১৬০০ থেকে ২২০০ স্কোয়ারফুট। কিছু পেন্ট হাউজও থাকছে। ফ্ল্যাট হস্তান্তর শুরু হবে ২০২৯ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শেষে।
শপিং, রেস্তোরাঁ, নাইট ক্লাব ও আরও অনেক কিছু
প্রকল্পের মধ্যে থাকছে ১,৬৩,২৬৭ স্কোয়ার ফুট জুড়ে শপিং আর্কেড, মাল্টিকুইজিন রেস্তোরাঁ, ফুড কোর্ট ও নাইট ক্লাব। থাকবে আলাদা ৬৩,৫১১ স্কোয়ার ফুটের বাণিজ্যিক অফিস স্পেসও। মোট ৭টি তলায় ভাগ করা অফিস স্পেসের সঙ্গে থাকছে ১০,৭১৮ স্কোয়ার ফুটের ব্যাঙ্কোয়েট হল।
পরিবেশবান্ধব পরিকল্পনা ও দুর্দান্ত সংযোগ
ভারতীয় সবুজ ভবন পরিষদের (IGBC) গোল্ড রেটিং পাওয়া এই প্রকল্প তৈরি হয়েছে পরিবেশবান্ধব নীতির ভিত্তিতে। পাশাপাশি, নিউটাউনের অন্যতম সেরা যোগাযোগ ব্যবস্থা ত্রয়ম-এর বাড়তি সুবিধা। শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, স্কুল, হাসপাতাল ও পরিবহন ব্যবস্থার একেবারে কাছেই এই প্রকল্প।
বিশ্বমানের নকশা, বাঙালিয়ানায় মিশে থাকা আবহ
সিঙ্গাপুরের বিখ্যাত স্থাপত্য সংস্থা এইচ বি ডিজাইনের নকশায় তৈরি হয়েছে গোটা প্রকল্পটি। নির্মাণের দায়িত্বে রয়েছে এল অ্যান্ড টি। বাঙালির স্থাপত্য ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মেলানোর প্রয়াস রয়েছে নকশায়। পিয়ারলেস-এর অপারেশনস-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অর্ণব বসু জানালেন, "ত্রয়ম-এ শুধু বাড়ি নয়, একটা জীবনযাপনের ব্যবস্থা উপহার দিতে চাইছি। উপকরণ থেকে ডিজিটাল অ্যামেনিটি—সবকিছুতে নিখুঁত পরিকল্পনার ছাপ রাখবে পিয়ারলেস।"