শেষ আপডেট: 28th August 2023 18:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মোবাইলের বাজারে তুফান তুলতে সেপ্টেম্বরেই লঞ্চ হচ্ছে চার-চারটি বিভিন্ন ব্র্যান্ডের নতুন মডেল (New Mobiles in September)! অক্টোবরেই শুরু পুজোর মরশুম। তার আগে অনেকেরই নতুন ফোন কেনার ইচ্ছে থাকে, তাঁদের জন্য রইল কিছু সেরা বিকল্প।
বহু প্রতীক্ষিত আইফোনের ১৫ সিরিজ সেপ্টেম্বরেই লঞ্চ করতে চলেছে অ্যাপেল। আগামী ১২ সেপ্টেম্বর এই সিরিজের চারটি মডেল লঞ্চ করবে। iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Ultra--- এই চার মডেল বাজার কাঁপাতে আসছে। এই সিরিজের দাম শুরু ৭০ হাজার টাকা থেকে। ১৪ সিরিজকে টেক্কা দিতে তৈরি এই মডেলগুলি।
দুর্দান্ত ক্যামেরা সেটআপ নিয়ে আছে Honor-এর এই নতুন মডেল। যাঁরা ছবি তুলতে ভালবাসেন তাঁদের জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে এটি। ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে এবং সেইসঙ্গে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করবে গ্রাহকদের। ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এতে। এছাড়াও ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকছে Honor 90 তে।
সম্ভাব্য দাম: ৩৫,০০০ টাকা।
বহু প্রতীক্ষিত স্যামসাংয়ের এই মডেলটি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। এতে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে, যায় রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এতে থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করা হবে এতে।
সম্ভাব্য দাম: ৫০,০০০ টাকার বেশি
৩০ হাজার টাকার নীচে যাঁরা ফোন কিনবেন বলে ভাবছেন, তাঁদের কাছে এই মোবাইল অন্যতম সেরা বিকল্প হতে পারে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ পি-ওলেড ডিসপ্লে থাকছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দেওয়া হবে বলে, কোম্পানি সূত্রে খবর।
২ বিলিয়নের বেশি মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ মোবাইল উৎপাদন! বিশ্বে বড় জায়গায় ভারত