শেষ আপডেট: 3rd February 2025 20:13
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেট ঘোষিত আয়কর সংক্রান্ত পদক্ষেপগুলির ফলে ব্যাঙ্কের আমানত ৪০,০০০ থেকে-৪৫,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ব্যাঙ্কগুলির ঋণদানের ক্ষমতা বাড়বে এবং সামগ্রিকভাবে ব্যাঙ্কিং খাতে আরও তারল্য আসবে বলে আশা করছে সরকার। সোমবার বাজেট পরবর্তী আলোচনায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু।
বাজেটের কোন পদক্ষেপগুলি প্রভাব ফেলবে?
বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করদাতাদের জন্য বেশ কিছু ছাড় ঘোষণা করেছেন। নতুন কর ব্যবস্থায় (New Tax Regime) করহার কমানোর পাশাপাশি রিবেটের সীমাও বাড়ানো হয়েছে। তা ছাড়া, প্রবীণ নাগরিকদের সুদের আয়ে উৎসমূলে কর তথা টিডিএস (TDS) কাটা হবে আগের তুলনায় কম।
এখন থেকে প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস কাটার সীমা দ্বিগুণ বেড়ে ১ লাখ হয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য এই সীমা ৪০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। ফলে ব্যাঙ্কে স্থায়ী আমানত বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কতটা আমানত বাড়তে পারে?
নাগরাজু জানান, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫,০০০ কোটি ও অন্যান্য আমানতকারীদের ক্ষেত্রে প্রায় ৭,০০০ কোটি নতুন আমানত যুক্ত হতে পারে ব্যাঙ্কিং ব্যবস্থায়। পাশাপাশি, আয়করের রিবেট ও করহার পরিবর্তনের ফলে আরও অন্তত ২০,০০০ কোটি টাকা ব্যাঙ্কে ফিরতে পারে। সব মিলিয়ে ব্যাঙ্কগুলিতে ৪০,০০০-৪৫,০০০ কোটি টাকা অতিরিক্ত আমানত জমার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ব্যাঙ্কিং ব্যবস্থায় মোট আমানতের পরিমাণ ২২১.৫ লক্ষ কোটি টাকা (১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত)। প্রবীণ নাগরিকদের আমানতের পরিমাণ প্রায় ৩৪ লক্ষ কোটি টাকা। এই বাড়তি আমানত ব্যাঙ্কগুলিকে আরও বেশি ঋণ দেওয়ার সুযোগ করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।