শেষ আপডেট: 13th June 2023 12:32
Moto Edge 40: বিক্রি শুরু ভারতে, মোবাইলটি অনলাইনে যেন 'হটকেক', রইল বিস্তারিত
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মোবাইল দুনিয়ায় নয়া সংযোজন Moto Edge 40। ৩০ মে থেকেই অনলাইনে শুরু হয়েছে এই ফোনের বিক্রি। এখন এই মোবাইল পাওয়া যাচ্ছে শুধুমাত্র ফ্লিপকার্টে। বিক্রি শুরু হতে না হতেই হুহু করে বেড়েছে Moto-র এই নতুন মডেল কেনার হিড়িক! মুহূর্তে সোল্ড আউট মোটোরোলার এই নতুন মডেল।
কিন্তু কী এমন আছে এই মোবাইলে, যা মোবাইল প্রেমীদের কাছে এত আকর্ষণীয় হয়ে উঠেছে?
সেই আলোচনায় আসার আগে জেনে নেওয়া যাক এই মোবাইলের দাম কী রকম রেখেছে Motorola। অনলাইনে এই মডেল পাওয়া যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়। ভারতে এই মডেলের একটি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে কোম্পানি। যাতে থাকছে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। তবে বেশ কয়েকটি রঙয়ের বিকল্প পাচ্ছেন গ্রাহকরা।

কী ফিচার আছে এই মডেলে?
ডিসপ্লে: ৬.৫৫ ইঞ্চি, ২৪০০ x ১০৮০ পিক্সেল। ফুল এইচডি+ ওএলইডি ডিসপ্লে সঙ্গে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও HDR10+ সাপোর্টও মিলবে।
প্রসেসর: MediaTek Dimensity 8020।
ক্যামেরা: এই মোবাইলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ক্যামেরা ফিচার। ক্যামেরায় রয়েছে কোয়াড পিক্সেল প্রযুক্তি, অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন প্রাইমারি ক্যামেরা ৫০ মেগা পিক্সেল। তার সঙ্গে রয়েছে ১৩ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেকেন্ডারি বা সামনের ক্যামেরা ৩২ মেগা পিক্সেল।

ব্যাটারি: ৪, ৪০০ mAh। ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং ।
মোবাইলটি অত্যন্ত দৃষ্টিনন্দন। লেদার ফিনিশ ব্যাকসাইড। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে যা আপনার মোবাইলকে আরও বেশি নিরাপদ করবে। শুধু তাই নয়, ফোনটি অত্যন্ত স্লিম। ফলে ব্যবহারের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধাজনক।