জুলাইয়ের প্রথম দিনেই দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের।
দাম কমল এলপিজি সিলিন্ডারের
শেষ আপডেট: 1 July 2025 07:31
দ্য ওয়াল ব্যুরো: জুলাইয়ের প্রথম দিনেই দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Commercial LPG cylinder Price)। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮.৫০ টাকা কমে দাঁড়াল ১ হাজার ৭৬৯ টাকা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি আনল এই খবর।
জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (Commercial LPG cylinder Price) প্রতি দাম ৫৮.৫০ টাকা করে কমেছে। ১ জুলাই অর্থাৎ আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি।
বছরের শুরু থেকেই দাম কমতে শুরু করেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। যেখানে গত এপিল মাসেই ৪১ টাকা দাম কমেছিল। জুলাই মাসের শুরুতে ফের একবার দামে বদল এল। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৩৮ টাকা।
সাধারণত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক মাসে নতুন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG cylinder Price) নির্ধারণ করা হয়। তবে ১৪.২ কেজির সিলিন্ডার যেগুলি ঘরোয়া ব্যবহার করা হয়, তার দাম কমেনি। তাই সাধারণ মানুষদের এখনই কোনও স্বস্তি নেই। উল্লেখ্য, এপ্রিল মাসের শুরুতে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তারপর থেকেই দাম অপরিবর্তিত রয়েছে।