Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'বাংলাদেশি’ তকমা, প্রতিবাদে উত্তাল জয় হিন্দ কলোনি, দিল্লিতে পথে তৃণমূল হাজারের বেশি মুসলিম যুবককে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে অর্থসাহায্য ছঙ্গুর বাবারচেলসির সাফল্যের তিন মন্ত্র: ইতালীয় কোচের অর্কেস্ট্রা, মার্কিন বিনিয়োগ এবং কোল পালমার!নবান্নে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, নিয়ে যাওয়া হল এসএসকেএম আমেদাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা! সব বিমানের 'ফুয়েল সুইচ' পরীক্ষা বাধ্যতামূলক করছে ডিজিসিএএবার বল হাতে কামাল বৈভবের, নয়া নজির গড়ে ফের শিরোনামে বিহারের কিশোরসাপে কামড়ালে ‘বাঁধন’? সরকারি বইয়েই মারণ নিদান! পড়ুয়াদের শেখানো হচ্ছে বাতিল পদ্ধতিবন্ধুর বিয়ের অনুষ্ঠানে এক টুকরো চিকেন বেশি চাওয়ায় বচসা, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবককেপৃথিবীর পথে পাড়ি শুভাংশুর, ফেরায় সামান্য দেরি! অ্যাক্সিয়ম-৪-এর স্প্ল্যাশডাউন কখন? জানাল নাসা৬ বছরের রেকর্ড ভেঙে খুচরো মুদ্রাস্ফীতি নামল ২.১০ শতাংশে, খাবারের দাম কমায় হাঁফ ছাড়ছে দেশ
LPG Gas Cylinder

মাসের প্রথম দিনেই বড় স্বস্তি! একধাক্কায় ৫৮ টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম

জুলাইয়ের প্রথম দিনেই দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। 

মাসের প্রথম দিনেই বড় স্বস্তি! একধাক্কায় ৫৮ টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম

দাম কমল এলপিজি সিলিন্ডারের

শেষ আপডেট: 1 July 2025 07:31

দ্য ওয়াল ব্যুরো: জুলাইয়ের প্রথম দিনেই দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Commercial LPG cylinder Price)। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮.৫০ টাকা কমে দাঁড়াল ১ হাজার ৭৬৯ টাকা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি আনল এই খবর। 

জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (Commercial LPG cylinder Price) প্রতি দাম ৫৮.৫০ টাকা করে কমেছে। ১ জুলাই অর্থাৎ আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। 

বছরের শুরু থেকেই দাম কমতে শুরু করেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। যেখানে গত এপিল মাসেই ৪১ টাকা দাম কমেছিল। জুলাই মাসের শুরুতে ফের একবার দামে বদল এল। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৩৮ টাকা। 

  • মুম্বইতে (Mumbai) এলপিজি সিলিন্ডারের দাম ১৬৭৫.৫০ টাকা থেকে কমে হয়েছে ১ হাজার ৬১৬ টাকা। 
  • রাজধানী দিল্লিতে (Delhi) নতুন দাম হয়েছে ১ হাজার ৬৬৫ টাকা। 
  • চেন্নাইতে (Chennai) বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৮২৩.৫০ টাকা। 
     

সাধারণত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক মাসে নতুন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG cylinder Price) নির্ধারণ করা হয়। তবে ১৪.২ কেজির সিলিন্ডার যেগুলি ঘরোয়া ব্যবহার করা হয়, তার দাম কমেনি। তাই সাধারণ মানুষদের এখনই কোনও স্বস্তি নেই। উল্লেখ্য, এপ্রিল মাসের শুরুতে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তারপর থেকেই দাম অপরিবর্তিত রয়েছে।  


ভিডিও স্টোরি