শেষ আপডেট: 6th January 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড (HDFC Flexi Cap Fund) সফলভাবে ৩০ বছর পূর্ণ করল। এখানে এক লক্ষ টাকার এককালীন বিনিয়োগ করে ২ কোটির রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এটি একটি ওপেন এন্ডেড ডায়নামিক ইকুইটি স্কিম।
মিউচুয়াল ফান্ডটি লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করে থাকে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের অন্যতম সেরা একটি ইকুইটি স্কিম। জনপ্রিয় মিউচুয়াল ফান্ড হাউজটির এটি চতুর্থ ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিম যেটি ৩০ বছর ধরে সক্রিয় অবস্থায় রয়েছে।
বিগত ৩০ বছরে এটি একাধিক কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও ফান্ডটি ভাল পারফর্ম্যান্স অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। সেই কারণেই এই ধরনের দুর্দান্ত রিটার্ন অফার করেছে ফান্ডটি এবং বিনিয়োগকারীদের মধ্যে ইনভেস্টমেন্টের একটি নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদাই বাজারের বিভিন্ন ঝুঁকির সঙ্গে জড়িত। তবে, সঠিক ফান্ডে বিনিয়োগ করা হলে মিলতে পারে আকর্ষণীয় রিটার্ন। সাম্প্রতিক সময়ে একাধিক মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের চমকপ্রদ রিটার্ন অফার করেছে। বিনিয়োগ করে দুর্দান্ত মুনাফা পেয়েছেন ইনভেস্টররা। এই মেয়াদেই বিনিয়োগকারীদের চমকপ্রদ রিটার্ন এনে দিয়েছে মিউচুয়াল ফান্ডটি। যাঁরা ফান্ডটির সূচনার সময় বিনিয়োগ করেছিলেন, তাঁরা সকলেই কোটিপতি হয়ে উঠেছেন।
ফান্ডটির সূচনার সময় থেকে কেউ যদি এটিতে ১০,০০০ টাকার এসআইপি করে থাকেন, তাহলে ২০২৪ সালের ২৯ নভেম্বর পর্যন্ত তাঁর প্রাপ্য রিটার্নের পরিমাণ হবে ২০.৬৫ কোটি টাকা। মোট বিনিয়োগের পরিমাণ ৩৫.৯০ লক্ষ টাকা। অর্থাৎ, ১০,০০০ টাকার এসআইপির মাধ্যমে ৩৫.৯০ লক্ষ টাকা বিনিয়োগ করে ২০ কোটিরও বেশি রিটার্ন পাবেন বিনিয়োগকারী।