শেষ আপডেট: 28th June 2024 14:21
দ্য ওয়াল ব্যুরো: আপনি জিও অথবা এয়ারটেলের লাইন ব্যবহার করেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। আগামী মাস থেকেই বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম। ইতিমধ্যেই দাম বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। ৩ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে।
জিও ১২ থেকে ২৫ শতাংশ দাম বাড়িয়েছে মোবাইল রিচার্জের। অন্যদিকে, এয়ারটেল বৃদ্ধি করেছে ১১ থেকে ২১ শতাংশ। ভোডাফোন-আইডিয়ার তরফে এখনও দাম বাড়ানোর বিষয় নিয়ে কোনও ঘোষণা না করা হলেও অনুমান করা হচ্ছে, তারাও খুব শীঘ্রই এই ব্যাপারে ঘোষণা করবে।
জিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নতুন প্ল্যানগুলি ৫জি এবং এআই প্রযুক্তির কথা ভেবেই আনা হচ্ছে। এখন থেকে প্রতিদিন ৫জি ব্যবহার করা অনেক বেশি সহজ হবে। সব ব্যবহারকারীদের জন্য এই দাম বৃদ্ধি হলেও জিও ফোন ব্যবহারকারীদের জন্য শুল্ক বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে সংস্থা। অর্থাৎ জিও কোম্পানির ফোন যারা ব্যবহার করেন তাদের খরচ বাড়ছে না।
এতদিন জিও-র ক্ষেত্রে বেসিক ট্যারিফ দাম ছিল ১৫৫ টাকা। তা বাড়িয়ে করা হচ্ছে ১৮৯। অন্যদিকে, ৩ মাসের জন্য ২জিবি/ডে প্ল্যানের দাম ছিল ৭১৯। তা আগামী ৩ জুলাই থেকে হয়ে যাচ্ছে ৮৫৯! সারা বছরের জন্য ২.৫জিবি/ডে প্ল্যানের দাম ২৯৯৯ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩৫৯৯। পাশাপাশি 'ডেটা অ্যাড অন' প্ল্যানের ক্ষেত্রে যা আগে ১৫ টাকা থেকে ৬১ টাকা পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে। প্রি-পেইডের সঙ্গে পোস্ট-পেইডের দামও বাড়ছে আগামী মাস থেকে।
অন্যদিকে, এয়ারটেলের বেসিক ট্যারিফ ১৭৯ টাকা থেকে ১৯৯ করা হয়েছে। ৮৪ দিনের ২জিবি/ডে প্ল্যানের দাম ৮৩৯ থেকে করা হয়েছে ৯৭৯ টাকা। 'ডেটা অ্যাড অন' এবং পোস্ট-পেইড প্ল্যানের দামও তারা বাড়িয়েছে জিওর মতোই।