শেষ আপডেট: 10th February 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের জন্য সুখবর দিল কর্মচারী ভবিষ্য নিধি বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। শনিবার ওই সরকারি সংস্থা জানিয়েছে, বিদায়ী অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থের উপর ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। গত আর্থিক বছরে (২০২২-’২৩) যার পরিমাণ ছিল ৮.১৫ শতাংশ।
এবার বৃদ্ধির পরিমাণ সামান্য হলেও বিগত বছরগুলির সুদের হারের সঙ্গে তুলনা করলে কর্মচারীদের জন্য তা সুখবরই বটে। সুদের হার কমতে কমতে ২০২১-’২২ অর্থ বছরে ৮.১ শতাংশে নেমে গিয়েছিল যা ছিল তার আগের চার দশকের মধ্যে সর্বনিম্ন। সেখান থেকে ৮.২৫ শতাংশ করার পথে প্রথমে ৮.১০, তারপর ৮.১৫ শতাংশ করা হয়েছিল।
শনিবার প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের বৈঠকে তা বৃদ্ধি করে ৮.২৫ শতাংশ করার প্রস্তাব পাশ হয়েছে। এবার অর্থমন্ত্রক সবুজ সংকেত দিলে গত বছরের ১ এপ্রিল থেকে এই খাতে জমা অর্থের উপর নয়া হারে সুদ দেওয়া হবে। সাধারণত, ট্রাস্টের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে থাকে অর্থমন্ত্রক। একই হারে সুদ মিলবে পিপিএফ স্কিমেও।
কোনও কোনও মহল মনে করছে, লোকসভা ভোট আসন্ন। তাই কর্মচারী এবং পিপিএফের গ্রাহকদের খুশি করার চেষ্টা হল এই সিদ্ধান্তের মাধ্যমে। কারণ যে আর্থিক পরিস্থিতির কারণে সুদের হার ক্রমশ নিম্নগামী করা হয়েছিল সেই অবস্থা এখনও বহাল আছে। নির্বাচনের পর সুদের হার অপরিবর্তিত থাকবে কি না তার উপর কর্মচারীদের লাভ-লোকসান অনেকটা নির্ভর করবে।