ক্যানসারের স্বাস্থ্যবিমা।
শেষ আপডেট: 4th March 2025 16:11
আদর্শভাবে, দু'ধরনের বিমাই নেওয়া উচিত, কারণ তারা আলাদা উদ্দেশ্যে কাজ করে। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলে, প্রথমে একটি উচ্চ পরিমাণের, ১৫-২০ লক্ষ টাকার ইন্ডেমনিটি-ভিত্তিক স্বাস্থ্যবিমা নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি হাসপাতালের খরচ কমাবে ও চিকিৎসার ব্যয়ভার বহন করবে। তবে পরবর্তীতে, ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান যোগ করলে, হাসপাতালের বাইরের ব্যয় সামলানো সহজ হবে।
পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে ক্যানসারের উদ্দেশ্যে তৈরি আলাদা বিমা পলিসিগুলির কথাও বিবেচনা করা উচিত। এই প্ল্যান বিভিন্ন পর্যায়ের ক্যানসারের জন্য কভারেজ দেয়, এমনকি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লেও সুবিধা পাওয়া যায়। কিছু পরিকল্পনা নিয়মিত স্ক্রিনিং ও প্রতিরোধমূলক চেকআপের সুবিধা দেয়।
পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে, সঠিক স্বাস্থ্যবিমা নির্বাচন করা অত্যন্ত জরুরি। ইন্ডেমনিটি-ভিত্তিক স্বাস্থ্যবিমা আসল চিকিৎসার ব্যয় বহন করে, আর ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান চিকিৎসার বাইরের খরচ ও অন্যান্য আর্থিক সুরক্ষা দেয়। বাজেটের সীমাবদ্ধতা থাকলে প্রথমে একটি উচ্চ কভারেজের ইন্ডেমনিটি প্ল্যান নেওয়া উচিত, পরে প্রয়োজন হলে ক্রিটিক্যাল ইলনেস বিমা যোগ করা যেতে পারে।