মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীবার শপথগ্রহণ সপত্নী উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি
শেষ আপডেট: 12th March 2025 10:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও টেসলা মালিক ইলন মাস্কের স্পেস এক্স-এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করল। যাতে স্টারলিঙ্ক পরিষেবা পেতে পারবে আম্বানি গোষ্ঠীর ওই নেট পরিষেবা সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ নীতির সময়েই এই দুই কোটি কোটিপতির চুক্তি স্বাক্ষর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পদক্ষেপ। এতে দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হতে পারে। উল্লেখ্য, ট্রাম্পের নয়া টিমের অত্যন্ত বিশ্বাসভাজন সদস্য হিসেবে রয়েছেন ইলন মাস্ক। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীবার শপথগ্রহণ সপত্নী উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। তখন থেকেই বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা ছিল, আগামিদিনে নিশ্চই বড় কিছু একটা ঘটতে চলেছে।
সেই লক্ষ্যেই এয়ারটেলের পর জিও। ভারতে স্টারলিঙ্কের হাইস্পিড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স জিও। বুধবার এই চুক্তির কথা জানানো হয়েছে জিও-র তরফে। এই চুক্তির জেরে জিও–র ব্রডব্র্যান্ড সার্ভিসে মিলবে স্টারলিঙ্কের পরিষেবা। মঙ্গলবার স্টারলিঙ্কের সঙ্গে একই ধরনের চুক্তির কথা ঘোষণা করেছিল এয়ারটেল। রিপোর্ট অনুযায়ী, জিও তার খুচরো বিক্রয়কেন্দ্রগুলির পাশাপাশি তার অনলাইন স্টোরফ্রন্টগুলির মাধ্যমে স্টারলিঙ্কের ডিভাইসগুলি বিক্রি করবে। চুক্তিটি স্পেসএক্সের ভারতে স্টারলিঙ্ক বিক্রির নিজস্ব অনুমোদন পাওয়ার সাপেক্ষে কার্যকর হবে।
স্টারলিঙ্কের সঙ্গে চুক্তির পর জিও-র তরফ থেকে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে ডেটা ট্র্যাফিকের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হিসাবে জিওর অবস্থান বজায় থাকবে। ভারতের সবচেয়ে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করতে বিশ্বের শীর্ষস্থানীয় লো আর্থ অরবিট স্যাটেলাইট অপারেটর হিসাবে স্টারলিঙ্কের অবস্থানকে কাজে লাগাবে জিও। জিওর আউটলেটগুলিতে স্টারলিঙ্ক সরঞ্জাম সরবরাহ করা ছাড়াও গ্রাহকদের পরিষেবা ইনস্টলেশন এবং অ্যাক্টিভেশনেও সহায়তা করবে।
উল্লেখ্য, ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানে ইলন মাস্ক আগ্রহ প্রকাশ করে আসছিলেন। ভারতও কয়েকদিন আগে জানিয়ে দেয় যে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টনের ক্ষেত্রে নিলাম হবে না। বরং প্রশাসনিক ভাবে বণ্টন করা হবে স্পেকট্রাম। জিও এবং এয়ারটেল এই পদ্ধতিকেই বেশি পছন্দ করে থাকে। তবে বরাবরই এই নিলামের বিরোধিতা করে এসেছেন ইলন মাস্ক। আর এবার এয়ারটেল এবং জিও-র সঙ্গেই চুক্তিবদ্ধ হয়ে পড়ল মাস্কের স্পেসএক্স।
বিশ্বের প্রায় সর্বত্রই প্রশাসনিক ভাবে স্যাটেলাইট স্পেক্ট্রাম বণ্টন করা হয়ে থাকে। তবে ভারতে স্যাটেলাইট স্পেকট্রামের নিলাম চেয়েছিলেন মুকেশ আম্বানি। পাশাপাশি এয়ারটেলের ভারতী সুনীল মিত্তলও এই পদ্ধতিকেই সমর্থন করেন। উল্লেখ্য, ভারত ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের সদস্য। এটি রাষ্ট্রসঙ্ঘের একটি সংস্থা। এই সংস্থার সদস্য হওয়ার সুবাদে ভারতের আন্তর্জাতিক নিয়ম মেনে স্যাটেলাইট স্পেক্ট্রাম বণ্টন করা উচিত বলে দাবি করেছিলেন মাস্ক। তবে ভারতে প্রতিযোগীদের মোকাবিলা করার বদলে তাদের সঙ্গেই হাত মিলিয়েছে মাস্কের সংস্থা।