শেষ আপডেট: 10th November 2023 19:56
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জীবন বিমা নিগমের (LIC) মুনাফায় বড় ধস নামল। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের মুনাফা কমে অর্ধেক হয়ে গেছে।
জীবন বিমা নিগম তথা এলআইসি দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা। দেশে কোটি কোটি মানুষ ভরসা করে বিমা করেন এই সংস্থায়। আচমকা মুনাফায় ধস নামায় তাই কৌতূহল ও উদ্বেগ দুটোই তৈরি হয়েছে। বিশেষ করে এ বছর গোড়াতেই এলআইসি বিতর্কের মুখে পড়েছিল। আদানি গোষ্ঠীর সংস্থায় এলআইসির বিনিয়োগ কতটা সুরক্ষিত সেই প্রশ্নও তখন উঠেছিল।
চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে তথা সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এলআইসি মুনাফা করেছে ৭৯২৫ কোটি টাকা। অথচ গত আর্থিক বছরের প্রথম দুই ত্রৈমাসিকের শেষে এলআইসির মুনাফা ছিল ১৫৯৫২ কোটি টাকা। শুক্রবার রেগুলেটরি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে এলআইসি।
গত আর্থিক বছরের তুলনায় জীবনবিমা নিগমের আয়ও কমে গেছে অনেকটাই। গত বছরের প্রথম দুই ত্রৈমাসিকে ১,৩২,৬২১ কোটি টাকা আয় করেছিল এলআইসি। এবার সেটা কমে দাঁড়িয়েছে ১,.০৭,৩৯৭ কোটি টাকা। জীবন বিমা নিগমের মোট আয়ও ২,২২,২১৫ কোটি টাকা থেকে কমে ২,০১,৫৮৭ কোটি টাকা হয়েছে।
সূত্রের খবর, প্রিমিয়াম বাবদ জীবন বিমা নিগমের রোজগার কমেছে। সংস্থার নিট আয় কমেছে ১৮ শতাংশ। সেই কারণে মুনাফাও কমে গেছে।
রেগুলেটরি ফাইলিংয়ে এলআইসি জানিয়েছে, মুনাফা বাড়ানোর জন্য নন-পার্টিসিপেটিং ফান্ড থেকে তাদের শেয়ারহোল্ডার ফান্ডে ৬২৭৭ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার তৃণমূলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ইচ্ছাকৃত ভাবে মোদী জমানায় দুর্বল করে দেওয়া হয়েছে। এটা ভবিতব্যই ছিল।
তাঁর কথায়, "বাজারি অর্থনীতির কুপ্রভাব। যে বাজারি অর্থনীতি মোদী সরকার আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে, তার কারণে এলআইসি-র মতো সংস্থাও মৃত্যুর মুখে ঢলে পড়ছে। জীবনের বিমার জন্য যে সংস্থার উপর কোটি কোটি মানুষ ভরসা করত, এখন তাঁদেরই বিমা দরকার। "