প্রতীকী ছবি
শেষ আপডেট: 3rd December 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম কি আরও বাড়বে? সম্প্রতি তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল। তামাকজাত পণ্যের দাম (tobacco gst news) মূলত জিএসটির উপর নির্ভর করে। কেন্দ্রীয় বাজেট পেশের পর দেখা গিয়েছিল টোবাকো ট্যাক্স বাড়ানো হয়নি। ফলে কেন্দ্রীয় বাজেট অনুসারে সিগারেটের দামের কোনও পরিবর্তন হয়নি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, জিএসটি (tobacco gst news) হার যুক্ত করার জন্য জিএসটি পরিষদ গত ৯ সেপ্টেম্বরের বৈঠকে মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছে। সোমবার সেই গোষ্ঠীর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ২৮ শতাংশ করের বদলে ৩৫ শতাংশ কর বসানো হতে পারে।
বর্তমানে জিএসটি হার ৫%, ১২%, ১৮% এবং ২৮%, এই চারটি স্তরে রয়েছে। এবার নেশার দ্রব্যের উপর নতুন করে ৩৫% করকাঠামো আনা হতে পারে(tobacco gst news)।
মন্ত্রীগোষ্ঠীর তরফে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মোট ১৪৮টি পন্যের উপর ট্যাক্স পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে (varun beverages gst)।
২১ ডিসেম্বর জিওএম রিপোর্ট জিএসটি কাউন্সিলে পেশ করা হবে বলে জানা গিয়েছে (itc share price)।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সভাপতিত্ব এবং রাজ্যগুলির অর্থমন্ত্রীদের-সহ পরিষদ প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রীগোষ্ঠীর ওই বৈঠকে আরও বলা হয়েছে যে, প্যাকেটজাত পানীয় জলের (২০ লিটার বা তার বেশি) ক্ষেত্রে জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করা হতে পারে (varun beverages share)। ১০ হাজার টাকার কম দামের সাইকেলে জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হতে পারে। ১৫ হাজার টাকার বেশি দামের জুতোতে জিএসটি ১৮% থেকে ২৮% করা হতে পারে। ২৫ হাজার টাকার বেশি দামি ঘড়ির উপর জিএসটি ১৮ থেকে বাড়িতে ২৮% করা হতে পারে।
এছাড়াও, জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার ক্ষেত্রে জিএসটি কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এখন বীমার প্রিমিয়ামের ওপর ১৮% হারে জিএসটি দিতে হয়। প্রবীণদের ক্ষেত্রে সেটাও সরে যেতে পারে বলে খবর।