Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Gold Rates Rise Again

Gold Rate: চিন্তা বাড়িয়ে লক্ষ্মীবারে ফের ঊর্ধ্বমুখী সোনা! কলকাতায় আজ কত?

১ কেজি রুপোর দামও বেড়েছে। যার সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।

Gold Rate: চিন্তা বাড়িয়ে লক্ষ্মীবারে ফের ঊর্ধ্বমুখী সোনা! কলকাতায় আজ কত?

ফাইল ছবি

শেষ আপডেট: 23 May 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে ফের একবার পরিবর্তনের মুখ দেখল সোনার বাজার। গত সপ্তাহে একটানা দাম কমায় সাময়িক স্বস্তি মিললেও, চলতি সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী হল সোনালি ধাতু। বুধবার থেকেই দাম ৯০ হাজার টাকার গণ্ডি পার করে গেছে, আর বৃহস্পতিবার, ২৩ মে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৯১১০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৭৪৮০।

১ কেজি রুপোর দামও বেড়েছে। যার সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।

বিগত কয়েকদিন ২২ ক্যারেট সোনার দাম ৯০ হাজার টাকার নীচে থাকায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক স্বস্তি দেখা গিয়েছিল। অনেকে ভাবছিলেন, দাম আরও কমতে পারে। কিন্তু বাস্তবে হল উল্টোটা। দাম ফের বাড়ছে। ফলে ‘এখনই কিনব, না কি আরও অপেক্ষা করব’—এই দ্বিধায় রয়েছেন অনেকেই।

বিশেষজ্ঞরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বছরে সোনার দাম ১ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। পাকিস্তানের সঙ্গে চলতে থাকা উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে, সোনার দর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এরই প্রভাব পড়ছে সাধারণ মানুষের মনে এবং বাজারে সোনার চাহিদাতেও কিছুটা ভাটা পড়েছে।

যদিও সোনা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষ এখন পিছিয়ে থাকলেও, সোনা বিক্রির পরিকল্পনা থাকলে এটি হতে পারে সেরা সময়। দাম এতটাই ঊর্ধ্বমুখী যে সোনা বিক্রি করে লাভ করার সুযোগ তৈরি হয়েছে।


ভিডিও স্টোরি