১ কেজি রুপোর দামও বেড়েছে। যার সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।
ফাইল ছবি
শেষ আপডেট: 23 May 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে ফের একবার পরিবর্তনের মুখ দেখল সোনার বাজার। গত সপ্তাহে একটানা দাম কমায় সাময়িক স্বস্তি মিললেও, চলতি সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী হল সোনালি ধাতু। বুধবার থেকেই দাম ৯০ হাজার টাকার গণ্ডি পার করে গেছে, আর বৃহস্পতিবার, ২৩ মে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৯১১০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৭৪৮০।
১ কেজি রুপোর দামও বেড়েছে। যার সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।
বিগত কয়েকদিন ২২ ক্যারেট সোনার দাম ৯০ হাজার টাকার নীচে থাকায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক স্বস্তি দেখা গিয়েছিল। অনেকে ভাবছিলেন, দাম আরও কমতে পারে। কিন্তু বাস্তবে হল উল্টোটা। দাম ফের বাড়ছে। ফলে ‘এখনই কিনব, না কি আরও অপেক্ষা করব’—এই দ্বিধায় রয়েছেন অনেকেই।
বিশেষজ্ঞরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বছরে সোনার দাম ১ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। পাকিস্তানের সঙ্গে চলতে থাকা উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে, সোনার দর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এরই প্রভাব পড়ছে সাধারণ মানুষের মনে এবং বাজারে সোনার চাহিদাতেও কিছুটা ভাটা পড়েছে।
যদিও সোনা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষ এখন পিছিয়ে থাকলেও, সোনা বিক্রির পরিকল্পনা থাকলে এটি হতে পারে সেরা সময়। দাম এতটাই ঊর্ধ্বমুখী যে সোনা বিক্রি করে লাভ করার সুযোগ তৈরি হয়েছে।