বিশেষজ্ঞদের অনুমান বাস্তব করে ফের বাড়ল সোনার দাম।
শেষ আপডেট: 6 June 2025 07:35
দ্য ওয়াল ব্যুরো: আট থেকে আশি, সোনা পছন্দের বহু মানুষের। কেউ গয়না হিসেবে কেনেন, কেউ আবার বিনিয়োগ হিসেবে। কিন্তু সোনার প্রতি কম-বেশি আগ্রহ বাঙালির থাকেই। বছরের শুরু থেকে একটু একটু করে বাড়তে বাড়তে কিছুদিন আগে এই ধাতুর দাম পৌঁছেছিল প্রায় এক লক্ষে। কিন্তু মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম ধীরে ধীরে কমেছিল অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে। অনেকেই সোনা কিনবেন বলে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান বাস্তব করে ফের বাড়ল সোনার দাম (Gold Price today)।
আজ কলকাতায়, ২২ ক্যারাট হলমার্ক সোনার গয়নার দাম ৯ হাজার ৩২০ টাকা (প্রতি গ্রাম), ২৪ ক্যারাট খুচরো পাকা সোনা প্রতি গ্রাম ৯ হাজার ৮০৫ টাকা। আর ১৮ ক্যারাট সোনার দাম গ্রাম প্রতি ৭ হাজার ৪৭০ টাকা।
কলকাতায় আজ রুপোর দাম (silver price) ছুঁয়েছে লক্ষ টাকার গণ্ডি। ১ কেজি রুপোর দর যাচ্ছে ১ লক্ষ ২ হাজার ৮০০ টাকা।
এই দাম করমুক্ত হিসেবে রয়েছে, ফলে কেনার সময় এই টাকার অঙ্কের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস। উল্লেখ্য, শুধু কলকাতা শহরের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য। পশ্চিমবঙ্গের জেলা বিশেষেও এই দামের হেরফের দেখা যেতে পারে।
যদিও সোনা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষ এখন পিছিয়ে থাকলেও, সোনা বিক্রির পরিকল্পনা থাকলে এটি হতে পারে সেরা সময়। দাম এতটাই ঊর্ধ্বমুখী যে সোনা বিক্রি করে লাভ করার সুযোগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মন্দা, ডলারের দামের পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা—এই তিনটি বিষয় একত্রে সোনার দামে প্রভাব ফেলছে। এভাবে আগামিদিনেও সোনার দাম ওঠা-নামা করতে পারে বলে মনে করা হচ্ছে।