Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
গড়িয়াহাট আইটিআইতে রাত হলেই নাকি ভোজপুরি গান বাজে, সঙ্গে মদের পার্টি! 'সঞ্জয়দাদার' শাসন?ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূল নেতা! এবার বিতর্কে সোনারপুর কলেজEng vs Ind: বুমরাহর জন্য প্রস্তুত থাকতে হবে, জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়কমাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! টেকঅফের পরপরই ৫১ জন যাত্রী নিয়ে বিমানবন্দরে ফিরল ইন্ডিগো বিমানমাধুরীর গানে ঠোঁট মিলিয়ে রিল, তরুণী পুলিশ অফিসারের পোস্ট ভাইরাল, অস্বস্তিতে কর্তারা১৭ বছর পর একসঙ্গে ‘খান ব্রাদার্স’! ‘এক দিন’ ছবিতে টাকা ঢালবেন আমির-মনসুরস্কুলের সামনেই নাবালিকার শ্লীলতাহানি! অগ্নিগর্ভ ডালখোলা, অভিযুক্তর দোকানে আগুনব্লকবাস্টার লড়াইয়ে যুযুধান রিয়াল-পিএসজি, পুরনো ক্লাবের বিরুদ্ধে ঝলসে উঠতে মরিয়া এমবাপেইন্ডিগো ফ্লাইটের দরজায় মৌমাছির ঝাঁক! টেকঅফে দেরি, একঘণ্টা বিমানের ভিতরেই বসে রইলেন যাত্রীরাবিকেলে দিলীপ-শমীকের বৈঠক! নতুন সভাপতির হাত ধরে দলের অভ্যন্তরে ঘোষবাবুর গুরুত্ব কি বাড়বে?
Gold Rate Today

Gold Rate Today: শুক্রবারে ক্রেতাদের মুখে কি হাসি ফোটাবে সোনার দাম? কী বলছে কলকাতার দর?

মাঝে দাম লক্ষ ছাড়িয়েছিল প্রায়, এখন তাও খানিকটা নাগালের মধ্যে চলে এসেছে। ব্যবসা বাড়ার আশায় রয়েছেন সোনার ব্যবসায়ীরাও।

Gold Rate Today: শুক্রবারে ক্রেতাদের মুখে কি হাসি ফোটাবে সোনার দাম? কী বলছে কলকাতার দর?

শেষ আপডেট: 30 May 2025 07:57

দ্য ওয়াল ব্যুরো: সোনার বাজারে ফের সামান্য হলেও পতন। ক্রেতাদের মুখে ফুটল হাসি। কয়েকদিন ধরেই ধীরে ধীরে কমছে সোনার মূল্য। সামান্য হলেও দাম পড়ায় উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতারা। মাঝে দাম লক্ষ ছাড়িয়েছিল প্রায়, এখন তাও খানিকটা নাগালের মধ্যে চলে এসেছে। ব্যবসা বাড়ার আশায় রয়েছেন সোনার ব্যবসায়ীরাও।

আজ, ৩০ মে, কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক গহনা সোনার ১০ গ্রামের দাম ৯০ হাজার ৯৫০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম ৯৫ হাজার ৭০০ টাকা এবং ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম গ্রাম প্রতি ৯ হাজার ৫২৫ টাকা।

এই দাম করমুক্ত হিসেবে রয়েছে, ফলে কেনার সময় এই টাকার অঙ্কের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস। উল্লেখ্য, শুধু কলকাতা শহরের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য। পশ্চিমবঙ্গের জেলা বিশেষেও এই দামের হেরফের দেখা যেতে পারে।

ফলে ‘এখনই কিনব, না কি আরও অপেক্ষা করব’- এই দ্বিধায় রয়েছেন অনেকেই।

বিশেষজ্ঞরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বছরে সোনার দাম ১ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। পাকিস্তানের সঙ্গে চলতে থাকা উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে, সোনার দর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এরই প্রভাব পড়ছে সাধারণ মানুষের মনে এবং বাজারে সোনার চাহিদাতেও কিছুটা ভাটা পড়েছে।

যদিও সোনা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষ এখন পিছিয়ে থাকলেও, সোনা বিক্রির পরিকল্পনা থাকলে এটি হতে পারে সেরা সময়। দাম এতটাই ঊর্ধ্বমুখী যে সোনা বিক্রি করে লাভ করার সুযোগ তৈরি হয়েছে।


ভিডিও স্টোরি