আগামী কয়েকদিনে সোনার দাম স্থিতিশীল থাকবে কি না, তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির উপর। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই ভাল সময় হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 17 May 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে ওঠা নামার ফলে এপ্রিলের শেষের দিক থেকে সোনার দামে লাগাতার পতন লক্ষ্য করা যাচ্ছিল। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে সোনার দাম কমের দিকে থাকলেও মাঝে আবার বেড়ে যায়। বৃহস্পতিবার এক ধাক্কায় ২ হাজার টাকা এবং শুক্রবারও অল্প বিস্তর এই সোনালি ধাতুর (Gold Price) দাম কমায় ৮০ হাজারের ঘরে নেমেছিল। কিন্তু শনিবার ফের খানিকটা বাড়ল দাম।
আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অর্থাৎ গহনা সোনার দাম ৮৯,২৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা অর্থাৎ পাকা সোনার দাম ৮৯,২৫০ টাকা। পাকা সোনার বাট ১০ গ্রামের দাম ৯৩,৪৫০ টাকা। যদিও সোনার দোকানে গেলে এই দামে হেরফের হতে পারে। অ্যাড হবে জিএসটি।
রুপোর দাম প্রতি কেজিতে তেমন বেশি না বাড়লেও সোনার মতোই ওঠানামা করছে। ১ কেজি রুপোর দাম গড়ে ১,০৫,০০০– ১,১০,০০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও চিনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়াও, রাশিয়া ও ইউক্রেন আগামী সপ্তাহে শান্তিচুক্তির লক্ষ্যে বৈঠকে বসতে চলেছে এবং ইরানের রাজনৈতিক অস্থিরতাও খানিকটা প্রশমিত হয়েছে। এই আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতির জেরে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এসেছে, যার প্রভাব পড়েছে সোনার বাজারে—দাম অনেকটাই নেমে এসেছে।
তবে আগামী কয়েকদিনে সোনার দাম স্থিতিশীল থাকবে কি না, তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির উপর। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই ভাল সময় হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও সোনার দোকানগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। অনেকেই বলছেন, আরেকটু কমুক দাম, তারপর দেখা যাবে।