কিছুদিন আগে ১০ গ্রাম গহনা সোনার দাম ৮০ হাজারের ঘরে ঢুকে যায়। কিন্তু আবার ৯০ ছাড়ায়। আজ ফের নাম ৯০-এর নীচে।
ফাইল ছবি
শেষ আপডেট: 26 May 2025 10:22
দ্য ওয়াল ব্যুরো: সোনার বাজারে ফের পতন। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ৮০ হাজারের ঘরে গহনা সোনা। পর পর ৩-৪ দিন ৯০ এর ঘরে থাকার পর ফের একবার কমল দাম। সোমবার গহনা ও পাকা সোনা, দুইয়ের দরই কমেছে।
মাঝে সোনার দাম লক্ষ ছাড়িয়েছিল প্রায়, এখন তা অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। কিছুদিন আগে ১০ গ্রাম গহনা সোনার দাম ৮০ হাজারের ঘরে ঢুকে যায়। কিন্তু আবার ৯০ ছাড়ায়। আজ ফের নাম ৯০-এর নীচে।
কলকাতায় সোমবার ২২ ক্যারেট, গহনা সোনার ১০ গ্রামের দাম ৮৯,৫০০ টাকা। ৪০০ টাকা কমেছে গতকালের তুলনায়। ২৪ ক্যারেট, পাকা সোনা ১০ গ্রামের দাম আজ ৮৭,৬৪০ টাকা।
দাম ওঠা নামা করছে কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরেও।
মুম্বই
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৯,৫০০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৭,৬৪০ টাকা
দিল্লি
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৯,৬৫০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৭,৭৯০ টাকা
চেন্নাই
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৯,৫০০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৭,৬৪০ টাকা
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও চাহিদা এদেশে সোনালি ধাতুর দাম পরিবর্তনের কারণ। তবে, যাঁরা দীর্ঘদিন ধরে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই হতে পারে উপযুক্ত সময়। কারণ রোজ যেভাবে দাম বাড়ছে-কমছে তাতে খুব কমে যাওয়ার সম্ভাবনা সেভাবে নেই।
যেকোনও ধরনের বিনিয়োগের আগে বাজার যাচাই করে নেওয়া প্রয়োজন।