গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি বা আর্থিক অনিশ্চয়তার সময় একাধিকবার প্রমাণ হয়েছে, সোনা অন্যতম নিরাপদ বিনিয়োগ। ফলে বিনিয়োগকারীদের ভরসার জায়গায় প্রতিনিয়ত শীর্ষে রয়েছে এই মূল্যবান ধাতুটি। আর তার জেরেই চড়চড় করে বেড়েছে দাম।
ফাইল ছবি
শেষ আপডেট: 20 May 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার সোনার দাম কমার পর ফের বাড়ল আজ। মঙ্গলবার কলকাতায় অনেকটাই বাড়ল সোনালি ধাতু কিন্তু এখনও গহনা সোনার মূল্য ৯০ হাজার ছাড়ায়নি। ফলে আশার আলো দেখছে মধ্যবিত্তরা। বিশেষজ্ঞরা বলছেন, যারা দাম কমার অপেক্ষা করছেন, তাঁদের সোনা বানিয়ে নেওয়ার এটাই সময়।
গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি বা আর্থিক অনিশ্চয়তার সময় একাধিকবার প্রমাণ হয়েছে, সোনা অন্যতম নিরাপদ বিনিয়োগ। ফলে বিনিয়োগকারীদের ভরসার জায়গায় প্রতিনিয়ত শীর্ষে রয়েছে এই মূল্যবান ধাতুটি। আর তার জেরেই চড়চড় করে বেড়েছে দাম। গত দু'মাসে সোনার দামে একদিকে যেমন বেড়েছে, তেমনি মাঝে কিছুটা পতনও হয়েছে। আজ, ২০ মে ২০২৫ তারিখ কলকাতায় সোনার দাম ৯০ হাজারের নীচেই।
কলকাতায় আজ ২২ ক্যারেট সোনা অর্থাৎ গহনা সোনার ১০ গ্রামের দাম ৮৯,৮৫০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনা (১০ গ্রাম)-এর দাম ৯৪,৫৫০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার বাট (বুলিয়ন, ১০ গ্রাম)-এর দাম ৯৪,০৫০ টাকা।
রুপোর দাম প্রতি কেজিতে ৯৫,৩৭০ টাকা। রুপোর দামও কম-বেশি ওঠানামা করছে।
তবে, সোনা বানাতে গেলে উপরোক্ত দামের সঙ্গে জিএসটি (GST) অন্তর্ভুক্ত হবে। গয়না কেনার সময় এর সঙ্গে যুক্ত হবে কর ও মেকিং চার্জও যা অঞ্চলভেদে ও দোকানভেদে আলাদা হয়।