বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও চাহিদা এদেশে সোনালি ধাতুর দাম পরিবর্তনের কারণ। তবে, যাঁরা দীর্ঘদিন ধরে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই হতে পারে উপযুক্ত সময়।
শেষ আপডেট: 19 May 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: সোনার বাজারে ফের পতন। ক্রেতাদের মুখে হাসি। কয়েকদিন ধরেই ধীরে ধীরে কমছে সোনার মূল্য। সামান্য হলেও প্রতিদিন দাম পড়ায় উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতারা। মাঝে দাম লক্ষ ছাড়িয়েছিল প্রায়, এখন তা অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে।
আজ, ১৮ মে, কলকাতায় ২২ ক্যারেট, গহনা সোনার ১০ গ্রামের দাম ৮৭,১৯০ টাকা। ১ টাকা করে কমেছে গতকালের তুলনায়।২৪ ক্যারেট, পাকা সোনার ১০ গ্রামের দাম ৯৫,১২০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি ৭,১৩৪ টাকা।
দামে হেরফের হয়েছে দেশের অন্যান্য শহরেও। মুম্বই, দিল্লি বা দেশের বড় কয়েকটি শহরে আজ সোনার দাম কত রয়েছে, তা দেখে নিন-
মুম্বই
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৭,১৯০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৫,১২০ টাকা
দিল্লি
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৭,৩৪০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৫,২৭০ টাকা
চেন্নাই
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৭,১৯০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৫,১২০ টাকা
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও চাহিদা এদেশে সোনালি ধাতুর দাম পরিবর্তনের কারণ।তবে, যাঁরা দীর্ঘদিন ধরে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই হতে পারে উপযুক্ত সময়। তবে যেকোনও ধরনের বিনিয়োগের আগে বাজার যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।