সোমবার দেশের বিভিন্ন শহরে সোনার দামে দেখা গেল সামান্য পতন। যদিও খাঁটি সোনার দর এখনও এক লক্ষ টাকার ঊর্ধ্বে রয়েছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 23 June 2025 10:54
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই ফের কমল সোনার দাম। আজ, সোমবার দেশের বিভিন্ন শহরে সোনার দামে দেখা গেল সামান্য পতন। যদিও খাঁটি সোনার দর এখনও এক লক্ষ টাকার ঊর্ধ্বে রয়েছে। তবে ২২ ক্যারেট সোনার দামে কিছুটা হেরফের হয়েছে।
আজ কলকাতা-সহ একাধিক শহরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২,৩০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার দর রয়েছে এক লক্ষ ৬৯০ টাকায়।
একনজরে দেখে নিন কোথায় কত দাম সোনার
কলকাতা
২২ ক্যারাট – ৯২,৩০০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৬৯০ টাকা (১০ গ্রাম)
দিল্লি
২২ ক্যারাট – ৯২,৪৫০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ₹১,০০,৮৪০ টাকা (১০ গ্রাম)
মুম্বই
২২ ক্যারাট – ৯২,৩০০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৬৯০ টাকা (১০ গ্রাম)
আমদাবাদ
২২ ক্যারাট – ৯২,৩৫০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৭৪০ টাকা (১০ গ্রাম)
পুনে
২২ ক্যারাট – ৯২,৩০০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৬৯০ টাকা (১০ গ্রাম)
জয়পুর
২২ ক্যারাট – ৯২,৪৫০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৮৪০ টাকা (১০ গ্রাম)
বেঙ্গালুরু
২২ ক্যারাট – ৯২,৩০০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৬৯০ টাকা (১০ গ্রাম)
লখনউ
২২ ক্যারাট – ৯২,৪৫০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৮৪০ টাকা (১০ গ্রাম)
চেন্নাই
২২ ক্যারাট – ৯২,৩০০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৬৯০ টাকা (১০ গ্রাম)
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে সোনার দামে এই সাময়িক পতন দেখা যাচ্ছে। তবে দাম কমে যাওয়ায় এটা বিনিয়োগকারীদের জন্য একটা বড় সুযোগ হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে সোনা কেনার পরিকল্পনা করছেন।