মঙ্গলের পর আজ অর্থাৎ বুধবার ফের দাম বাড়ল সোনার (Gold Price Today)। অন্যদিকে রুপোর দামও প্রায় আকাশছোঁয়া।
ছবি-এআই
শেষ আপডেট: 21 May 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: ধীরে ধীরে যেন মধ্যবিত্তের নাগালের বাইরেই বেরিয়ে যাচ্ছে সোনা। মঙ্গলের পর আজ অর্থাৎ বুধবার ফের দাম বাড়ল সোনার (Gold Price Today)। অন্যদিকে রুপোর দামও প্রায় আকাশছোঁয়া।
২১ মে, কলকাতায় হলুদ ধাতুর দর (Gold Price in Kolkata) কত হল?
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৮ হাজার ৯৩০ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৭১ হাজার ৪৪০ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৮৯ হাজার ৩০০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৮ লক্ষ ৯৩ হাজার টাকা।
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৯ হাজার ৭৪২ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৭৭ হাজার ৯৩৬ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৯৭ হাজার ৪২০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৯ লক্ষ ৭৪ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার ২২ ক্যারেট (22k) ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৭ হাজার ১০০ টাকা। একদিনে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ২০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৫ হাজার ২০ টাকা। কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় আড়াই হাজার টাকা দাম বাড়ল বেড়েছে সোনার।
গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি বা আর্থিক অনিশ্চয়তার সময় একাধিকবার প্রমাণ হয়েছে, সোনা অন্যতম নিরাপদ বিনিয়োগ। ফলে বিনিয়োগকারীদের ভরসার জায়গায় প্রতিনিয়ত শীর্ষে রয়েছে এই মূল্যবান ধাতুটি। আর তার জেরেই চড়চড় করে বেড়েছে দাম। গত দু'মাসে সোনার দামে একদিকে যেমন বেড়েছে, তেমনি মাঝে কিছুটা পতনও হয়েছিল। তবে, সোনার গয়না বানাতে গেলে উপরোক্ত দামের সঙ্গে জিএসটি (GST) অন্তর্ভুক্ত হবে। গয়না কেনার সময় এর সঙ্গে যুক্ত হবে কর ও মেকিং চার্জও যা অঞ্চল ও দোকানভেদে আলাদা হয়।
গত কয়েকদিন ধরেই রপোর মূল্য ৯০ হাজারের উপরেই ছিল। দামের ওঠা নামা চলছিল। অবশেষে রুপোর দামও (Silver Price Today) এক লক্ষ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলল বুধবার। আজ কলকাতায় (Kolkata) এক কেজি রুপোর বাটের দাম এক লক্ষ টাকা। গতকাল এক কেজি রুপোর দাম ছিল ৯৭ হাজার টাকা।