Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Gold Price Today

Gold-Silver Price: দুশ্চিন্তার মেঘ কাটল না! শহর কলকাতায় আজ কী বলছে সোনার দর?

যে হারে দাম বাড়ছে সোনা-রুপোর, তাতে দুশ্চিন্তার ছাপ পড়ছে কপালে সেটাই স্বাভাবিক।

Gold-Silver Price: দুশ্চিন্তার মেঘ কাটল না! শহর কলকাতায় আজ কী বলছে সোনার দর?

কলকাতায় আজ সোনার দাম কত?

শেষ আপডেট: 15 May 2025 07:29

দ্য ওয়াল ব্যুরো: বিনিয়োগ-সঞ্চয়ের ভাবনা থেকেই হোক বা সাজের অঙ্গ হিসেবেই থাকুক, সোনা-রুপোর (Gold-silver) চাহিদা বরাবর একই থাকবে মানুষের কাছে। কিন্তু যে হারে দাম বাড়ছে, তাতে দুশ্চিন্তার ছাপ পড়ছে কপালে সেটাই স্বাভাবিক।

আজ, বৃহস্পতিবার শহর কলকাতায় কত দাম যাচ্ছে সোনার (gold price today)?

•    হলমার্কযুক্ত সোনার গয়না (২২ ক্যারেট)- ৮ হাজার ৯৯৫ টাকা। 
•    খুচরো পাকা সোনা (২৪ ক্যারেট)- ৯ হাজার ৪৬৫ টাকা। 
•    পাকা সোনার বাট ৯ হাজার ৪১৫ টাকা। কমেছে গ্রাম প্রতি ৬০ টাকা।
গতকালের তুলনায় আজ ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের কমেছে প্রতি গ্রামে ৫৫ টাকা।

রুপোর দাম (silver price) কী বলছে?

•    খুচরো রুপো ১০০ গ্রামের দাম ৯ হাজার ৭১০ টাকা।
•    রুপোর বাট পড়বে প্রতি ১০০ গ্রামে ৯ হাজার ৭০০ টাকা।

গতকালের তুলনায় আজ দাম কমেছে ৫০ টাকা।

এখানে যে দাম উল্লেখ করা হয়েছে তা করমুক্ত দাম। কেনার সময় এই টাকার অঙ্কের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস।

জোগান-চাহিদা, ব্যাঙ্কের সুদের হার, মুদ্রাস্ফীতি ছাড়াও নানা অর্থনৈতিক ঘটনার ওপর নির্ভর করে সোনা এবং রুপোর দাম। কবে খানিকটা হলেও সোনা-রুপোর দাম মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের নাগালে আসবে তা এখন সময়ের অপেক্ষা।


ভিডিও স্টোরি