অক্ষয় তৃতীয়ার ঠিক পর দিন থেকেই শুরু হয় সোনার দামে পতনের ধারা। আবারও দাম তাড়াতাড়ি আসবে পকেটের নাগালে সেই আশাতেই রয়েছেন মানুষ।
বুধবার: সোনার দাম
শেষ আপডেট: 14 May 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: বাংলা বছরের শুরুর দিকে কিছুটা স্বস্তি দিয়েছিল সোনার দাম। তারপর আবারও শেষ কয়েক মাসে ধাপে ধাপে অনেকটা বেড়েছে সোনালি ধাতুর দাম (gold price)। এক লক্ষের আশেপাশে ঘুরেছে টাকার অঙ্ক। রীতিমতো ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছিল মধ্যবিত্তের।
এভাবেই দাম বাড়তে থাকলে ওয়াকিবহাল মহল মনে করছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের জন্য তা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠবে। অক্ষয় তৃতীয়ার ঠিক পর দিন থেকেই শুরু হয় সোনার দামে পতনের ধারা। আবারও দাম তাড়াতাড়ি আসবে পকেটের নাগালে সেই আশাতেই রয়েছেন মানুষ।
বুধবার কলকাতার বাজারে কত দাম যাচ্ছে সোনার (gold price today)?
আজ শহরে ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে দাম পড়বে প্রতি গ্রামে ৯ হাজার ৬০৬ টাকা। গতকালের থেকে প্রায় ৪৪ টাকা বেড়েছে দাম। ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে সেই অঙ্ক ৮ হাজার ৮০৫ টাকা, অর্থাৎ গতকালের থেকে দাম বেড়েছে প্রায় ৪০ টাকা। ১৮ ক্যারেটের দাম গ্রাম প্রতি ৭ হাজার ২০৪ টাকা।
আজ রুপোর দাম (silver price) বরং কিছুটা থমকেছে। কেজি প্রতি আজ রুপোর দাম পড়বে ৯৭ হাজার ৯০০ টাকা। গতকালের সঙ্গে দামে কোনও হেরফর ঘটেনি।
অগস্ট ও সেপ্টেম্বর মাসে সোনার দাম ছিল সাধ্যের মধ্যে, কিন্তু হঠাৎই বেড়ে যায়। বিশ্ব বাজারে বিভিন্ন জিনিসের দাম ওঠা-নামার ফলেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। ডলারের পুনরুদ্ধারও এখানে বিশেষ এক কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।